Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / বরিশাল বিমানবন্দরে চরছে গরু, রানওয়েতে স্থানীয় লোকজন

বরিশাল বিমানবন্দরে চরছে গরু, রানওয়েতে স্থানীয় লোকজন

সম্প্রতি বাংলাদেশের বিমান যোগাযোগ ব্যবস্থা নিয়ে রীতিমতো শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কয়েকদিন আগেই কক্সবাজার বিমানবন্দরে রাণওয়ে থেকে উড্ডায়নের মুহুর্তে বিমানের সঙ্গে গরুর ধাক্কা লাগার বিষয়টিকে কেন্দ্র করে এরই মধ্যে চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জানা যায়, দায়িত্বে অবহেলার কারনে তাদের প্রত্যাহার করা হয়।

তবে এদিকে এবার যে বিষয়টিকে সামনে এলো, তাহলে এর কি হবে?

যেখানে দেখা যায়, বরিশাল বিমানবন্দরের রানওয়ের পাশে ঘাস খাচ্ছে গরু। সীমানা প্রাচীর ভেঙে বিমানবন্দরের মধ্য দিয়ে যাতায়াতের রাস্তা করেছে স্থানীয় লোকজন।

দেখা যায়, বাবুগঞ্জের রহমতপুর এলাকার রিজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখানে উঁকি দিলেই গরু চরতে দেখা যায়। এর মধ্যে কোথায় যেন দেখলাম গরুর জন্য দুর্ঘটনা ঘটেছে।

শফিকুল ইসলাম নামের আরেকজন বাসিন্দা বলেন, প্রতিদিন এত মানুষ বিমানে ঢাকা-বরিশাল যাতায়াত করে। আর এই বিমানবন্দরের প্রাচীর ভেঙে স্থানীয়রা যাতায়াত করছেন, গরু চরাচ্ছেন আর কর্তৃপক্ষ সম্ভবত বড় কোনো দুর্ঘটনার অপেক্ষায় গরুর জন্য ঘাস কাটছে।

১৯৯৫ সালের জুলাইয়ে বরিশাল নগর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এই বিমানবন্দরের যাত্রা শুরু হয়। প্রথমে রানওয়ের দৈর্ঘ্য ছিল ২ হাজার ৩০০ ফুট। পরে দৈর্ঘ্য বাড়িয়ে ৬ হাজার ফুট করা হয়।

বরিশাল বিমানবন্দরের রানওয়ে দেশের সবচেয়ে ছোট রানওয়ে। প্রতিদিন ইউএস বাংলা ও নভোএয়ারের বিমান এখানে যাত্রী আনা-নেয়া করে।

বিমানবন্দরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এভাবে অরক্ষিত থাকায় যেকোনো সময় একটু অসতর্কতায় দুর্ঘটনা ঘটতে পারে।

বিষয়টি নিয়ে ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদারের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, এসব বিষয়ে আমি কিছু বলতে পারব না। আপনারা সিভিল এভিয়েশনের জনসংযোগ বিভাগে কথা বলেন।

বরিশাল বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙে যাতায়াতের রাস্তা করেছে স্থানীয়রা।

বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ‘বিমানবন্দরে সব সময় নিরাপত্তা দিতে হয়। ভেঙে ফেলা দেয়াল দ্রুত আটকে দেয়া দরকার। পাশাপাশি গরু যেন চরতে না পারে, সে বিষয়েও খেয়াল রাখতে হবে।’

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কক্সবাজার বিমানবন্দরে উড্ডায়নের মুহুর্তে রানওয়েতে আচমকা ঢুকে পড়ে দুটি গরু। আর এরপরই ঐ বিমানের সঙ্গে গরুর সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে সৌভাগ্যবসত যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও মৃত্যু হয় গরু দুইটির। এ ঘটনায় পরবর্তীতে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

About

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *