Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / ‘বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর-খেজুর লাগবে কেন: শিল্পমন্ত্রী

‘বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর-খেজুর লাগবে কেন: শিল্পমন্ত্রী

ইফতারে আঙুর ও খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।

মন্ত্রী বলেন, ‘বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর-খেজুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন। প্লেটটা ওভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নেই। কাজেই অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারে যেমন আপনি দেখেন, এইভাবে দেশটারেও দেখেন আপনারাও সাংবাদিকরা। আকাশ থেকে খালি দেখেন না, নিচের থেকে এসেছেন আপনারাও। সেইগুলোও দেখেন, আশেপাশে দেখেন।’

নুরুল মজিদ বলেন, ‘আমাদের সমস্যা আজ আমরা ভুলে গেছি স্বাধীনতা কীভাবে হয়েছিল। এটা আমাদের স্বাধীনতার মাস। এই মাসটি আমাদের জন্য খুবই আবেগময়।

তিনি বলেন, আজ যে জেলা প্রশাসকরা এখানে এসেছেন তারা সবাই এই প্রজন্মের সন্তান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন।’

About Nasimul Islam

Check Also

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের প্রতি জনগণের আস্থা কমাচ্ছে: রিজভী

দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *