Saturday , January 11 2025
Breaking News
Home / opinion / বন্ধ করে দেয়া হচ্ছে ১৯১ টি নিউজ পোর্টাল, এ নিয়ে এবার বাংলাদেশ নিয়ে বার্তা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

বন্ধ করে দেয়া হচ্ছে ১৯১ টি নিউজ পোর্টাল, এ নিয়ে এবার বাংলাদেশ নিয়ে বার্তা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

সম্প্রতি বাংলাদেশে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে বেশ আলোচনা সমালোচনা। আর এই বিষয়টি হচ্ছে দেশে বন্ধ করে দেয়া হচ্ছে ১৯১ টি নিউজ পোর্টাল। আর এ নিয়ে এখন কথা বলছেন অনেকেই। এবার এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রশ্ন তুলেছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। পাঠকদের উদ্দশ্যে এ নিয়ে তার দেয়া একটি পোস্ট তুলে ধরা হলো হুবহু:-

বাধাহীন এবং মুক্তভাবে সাংবাদিকদের নিউজ পোর্টাল পরিচালনা করার সুযোগ নিশ্চিত করার আহবান জানিয়েছে জাতিসংঘ।

সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশে ১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে সরকারের নেয়া পদক্ষেপ প্রসঙ্গে এ মন্তব্য করেন মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।

জাতিসংঘ গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবার ক্ষেত্রে রাষ্ট্রগুলোর ইতিবাচক ভূমিকা দেখতে চায় বলেও মন্তব্য করেন এই মুখপাত্র।

বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ (সোমবার) পার্লামেন্টে ১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান। এবিষয়টি ব্রিফ্রিংয়ে উত্থাপন করে জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী বলেন, “১৯১ টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তারা গণমাধ্যম নিষিদ্ধের এ কাজটি প্রায় সময়ই করে থাকে। দীর্ঘদিন ধরে সরকার আমার সম্পাদিত জাস্ট নিউজ বাংলাদেশে বন্ধ করে রেখেছে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিকে কীভাবে দেখছেন?”

জবাবে মুখপাত্র ডোজারিক বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অন্যদেশকে আমরা যে আহবান জানাই, বাংলাদেশকেও একই আহবান জানাচ্ছি। বাধাহীন এবং মুক্তভাবে সাংবাদিকদের নিউজ পোর্টাল পরিচালনা করার সুযোগ নিশ্চিত করতে হবে। এনির্দেশনা বাস্তবায়নে আমরা ইতিবাচক ভূমিকা নেয়া হয়েছে এমনটা দেখতে চাই।”

প্রসঙ্গত, তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিভ্রান্তি ছড়ানো ও সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগ এনে ডোমেইন বরাদ্দ বাতিলসহ ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলের জন্য ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *