খবর পেয়ে বন্ধুর অসুস্থ বোনকে রক্ত দিয়ে দ্রুত হাসপাতালে ছুটে এসেছিলেন শাহরিয়ার ওরফে শুভ (২৪) নামে এক শিক্ষার্থী। কিন্তু দুর্ভাগ্যবসত রক্ত দিতে এসে আর বাড়ি ফিরে যাওয়া হলো না তার। আচমকা হাসপাতালের দোতালে থেকে নিচে পড়েন যান শুভ। এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
বুধবার রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
শাহরিয়ারের বন্ধু রাকিব হোসেন বুধবার রাতে জানান, তার ছোট বোন তানজিলা (১৮) বাতজ্বরে ভুগছিলেন। গত ২০ দিন ধরে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলেন। শাহরিয়ার সাভার থেকে রক্ত দিতে এসেছেন। রক্ত দেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি হাসপাতালে ছিলেন। এ সময় রাকিব তার বোনের সঙ্গে দেখা করতে যায়। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, শাহরিয়ার মাথা ঘুরিয়ে দ্বিতীয় তলা থেকে পড়ে গেছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে শুভর মৃত্যুর খবর নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দুই তালা থেকে পড়ে যাওয়ার পর জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত এক চিকিৎসক জানান শুভ আর বেঁচে নেই।