বাংলায় একটি প্রবাদ রয়েছে “কপাল খুলতে সময় লাগে না”। আর এই প্রবাদটি যেন একেবারে খেটে গেল ভারতের বাসিন্দা মোহাম্মদ বাভার। ঋণের দায়ে বেহাল অবস্থায় থাকা রাভার উদ্যত হয়েছিলেন তার বাড়ি বিক্রি করতে। আর ঠিক সেই সময়েই খুলে গেল তার কপাল। অনেক দিন আগে কাটা লটারির টিকিটের ড্র তে তিনি পেয়ে গেলেন কোটি টাকা। আর এই বিষয়টি এখন ভাইরাল সবখানে।
পাওনাদারের ঋণ পরিশোধের জন্য তিনি তার শেষ সম্পত্তি, বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। বাভা বাড়ি বিক্রির চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। ২৫ জুলাই স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বাভার ক্রেতার সঙ্গে দেখা করার কথা ছিল। ওই দিন তার কাছ থেকে অগ্রিম টাকাও নেওয়ার কথা রয়েছে। বিবিসি খবর.
২৫ জুলাই বিকাল ৩ টা ২০্ বাভার বন্ধু হোয়াটসঅ্যাপে একটি ছোট বার্তা পাঠায়। সেই বার্তায় জানানো হয়, লটারিতে এক কোটি টাকা জিতেছেন বাভা। সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বাভা বলেন, ‘আমি খুব স্বস্তি পেয়েছি। আমরা এতটাই অবাক হয়েছিলাম যে আবেগ বর্ণনা করার মতো কোনো শব্দ আমাদের কাছে ছিল না।’
কর কর্তনের পরে বাভা পাবেন ৬৩ লক্ষ টাকা। তবে ঠিক কবে তিনি টাকা পাবেন তা স্পষ্ট নয়। কিন্তু সে আর চিন্তিত নয়। কারণ পাওনাদাররা তার দরজায় কড়া নাড়ছে।
বাভা বলেন, ‘আমি লটারি জেতার পর ঋণদাতা শান্ত হয়ে গেছে। আপনার কাছে কিছু না থাকলে মানুষ টাকার জন্য চিৎকার করে। কিন্তু তারা যখন দেখলো টাকা আছে, তখন শান্ত হয়ে গেল।’
কোটি টাকার লটারি জেতার খবর সব খানে ছড়িয়ে পড়তেই বর্তমানে গোটা ভারতবর্ষ-জুড়ে ঋণের দায়ে বেহাল দশা হওয়া সেই বাভা নিয়ে চলছে বেশ আলোচনা। এমনই এই মুহুর্তে তার গুনগান গাইতে দেখা যাচ্ছে অনেককে।