বধূ হওয়ার স্বপ্ন নিয়ে গত কয়েকদিন আগেই নিজ পরিবারের সঙ্গে সুদূর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন রুকেয়া খাতুন (২৬)। আজ বুধবার (৩০ নভেম্বর) নানা জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কবুল বলার আগেই পানিতে ডুবে মারা যান লন্ডনপ্রবাসী রুকেয়া খাতুন। তার মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা পরিবার।
সোমবার সকালে বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের চরচন্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুকেয়া চরচন্ডী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছুরাব আলীর মেয়ে।
পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চাচাতো বোনের সঙ্গে রুকেয়ারের বিয়ে হয়। পাত্রী হওয়ার স্বপ্ন নিয়ে সম্প্রতি যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে এসেছেন রুকেয়া খাতুন। চার বোন ও এক ভাইয়ের মধ্যে রুকিয়া সবার বড়। সোমবার সকালে পুকুরে গোসল করার সময় তার মৃত্যু হয়।
রুকেয়ার চাচা তালেব আহমেদ গোলাপ জানান, রুকেয়া বুদ্ধি প্রতিবন্ধী। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রুকেয়া তার মাকে নিয়ে বাড়ির পুকুরে যায়। দুর্ঘটনাক্রমে পুকুরের পানিতে পড়ে যান রুকেয়া। এ সময় মা তাকে পানি থেকে উঠানোর চেষ্টা করেন। এরপর রুকেয়া ও তার মা পানিতে ডুবে যেতে থাকে।
এসময় তাদের চিৎকার শুনে মা ও মেয়েকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন তালেব আহমেদ গোলাপ ও তার স্ত্রী। তারা রুকেয়ার মাকে জীবিত উদ্ধার করতে পারলেও রুকেয়া পানিতে ডুবে যায়। পরে রুকেয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার আলোকে বিশ্বনাথ থানারএসআই গাজী মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।