রাজধানীর সেনানিবাসের মাটিকাটা জিল্লুর রহমান ফ্লাইওভারের পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাসের ছাদ গার্ডার থেকে বিচ্ছিন্ন হয়।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাটিকাটা চেকপোস্ট থেকে ইসিবি চত্বরে যাওয়ার সময় বাজারের সামনে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে বাসের ছাদের একপাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনার পর আশপাশের অনেকেই বাসের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছিলেন, বাসের ছাদ কত গতিতে খুলতে পারে? তাও ঢাকার ভেতরে গুরুত্বপূর্ণ সড়কে।
এ বিষয়ে কথা বলতে ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, ঘটনাটি ঘটেছে ভাসানটেক থানা এলাকায়।
ভাসানটেক থানার এসআই মামুন কাজী সন্ধ্যায় যুগান্তরকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না। তবে বাসটি কোন কোম্পানির তা তিনি জানাতে পারেননি।