ব্রিটেন অনেকদিন যাবত ভারতের সাথে একটা বাণিজ্য চুক্তি করার চেষ্টা করে আসছে। কিন্তু ভারত বেশী বেশী সুবিধা চায়। যেমনঃ ভারতীয়দের জন্য ব্রিটেনে আসার ভিসা নীতি অত্যন্ত উদার করার দাবি ভারতের। ভারত চায় দুই দেশে তাদের কোম্পানির স্টাফদের বিনা বাধায় ট্রান্সফার করতে।
এসব আলোচনার মধ্যেই বিবিসি প্রচার করলো প্রামাণ্য অনুষ্ঠান The Modi Question.
এখন জি-২০ সম্মেলনে গিয়ে ঋষি সুনাক নিজেই বলছেন, ভারতের সাথে তড়িঘড়ি করে কোনো বাণিজ্য চুক্তি করবেন না তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাংলাদেশে আসার আগে সেদেশের সংবাদ সংস্থা এএফপি হাসিনা সরকারের ভুয়া কলামিস্টদের তথ্য ফাঁস করে দিয়েছে।
এখন দেখা যাক, ইমানুয়েল ম্যাক্রনের সফরে দুই সরকারের মধ্যে আস্থা সৃষ্টিতে এই খবর কোনো প্রভাব ফেলে কিনা।