প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে এক রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই ভোজে অতিথিদের আপ্যায়ন করা হয় কাচ্চি বিরিয়ানি, গরুর মাংসের শিশ কাবাব, মুরগির কোরমা, চিংড়ি ভাজা, ভাজা বেগুন, লুচি, পাটিসাপ্তা পিঠা, মিষ্টি দই, রসগোল্লা, বিভিন্ন ফল ও আমড়ার জুস দিয়ে।
মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা নৈশভোজে অংশ নেন।
রোববার সন্ধ্যায় ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নিয়ে দিল্লি থেকে দুই দিনের সফরে ঢাকায় আসেন তিনি।
সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকের পর দুই দেশের মধ্যে অন্তত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সোমবার বিকেলে মাখনের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ৩৩ বছর পর বাংলাদেশ সফরে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট।