বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সময়টা ভালো যাচ্ছে না গত কয়েকদিন ধরে। একের পর এক বড় বড় নেতার মৃত্যুর খবর শোনা যাচ্ছে শুধু। এবার জানা গেলো পরপারে পাড়ি জমিয়েছেন সবাইকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব ও উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। তারা এই নিয়ে এবার একটি আবেগময় স্ট্যাটাস দিয়েছেন মুশফিক ফজল আনসারী। পাঠকদের উদেশ্যে তারা সেই স্ট্যাটাস তুলে ধরা হল হুবহু;-
চলে গেলেন আমাদের সাবি ভাই! এইতো মাস দুয়েক আগেও ওয়াশিংটনে এসে আমাকে ডেকে নিয়ে আড্ডায় হাজির করলেন। বেশ কিছুদিন ছিলেন এখানে; একাধিকবার খাওয়া-দাওয়া, হৈচৈ করেছি। বছর দুয়েক আগে স্ট্রোক করার পর থেকে হাঁটতে অসুবিধা হতো তাঁর। আক্ষেপ করে বলেছিলেন, “জীবদ্দশায় এই স্বৈরশাসকের পতন দেখে যেতে পারবো কী না জানিনা! তবে এর ভয়াবহ পরিনতি একদিন হবে দেখে নিও।”
গতরাতে ফেসবুক হঠাৎ দেখি সাবি ভাইয়ের মৃত্যু সংবাদ। ক’দিন ধরে অসুস্থ ছিলেন। তবে এভাবে চলে যাবেন ভাবিনি। মৃত্যু সংবাদটি নিশ্চিত হতে তাঁর দীর্ঘ দিনের বন্ধু ও সহপাঠি আলমগীর ভাই (মির্জা ফখরুল ইসলাম আলগীর) কে ফোন দিতেই কান্না জড়িত কন্ঠে আলমগীর ভাই বললেন, “তোমার সাবি ভাই নেই।” ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
কথা হলো তাদের আরেক আড্ডাবাজ ঘনিষ্ট বন্ধু, আমার একসময়ের বস তাজুল ভাইয়ের ( তাজুল ইসলাম) সাথেও। তিনিও স্থির থাকতে পারলেননা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। পালন করেছেন সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্ব। ১৯৯১-৯৬ মেয়াদে ছিলেন সেসময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব। আনুগত্য ছিলো ষোল আনা। ৯৬ সালে আ’ লীগ ক্ষমতায় আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বাড়ি ফার্নিশ করা সংক্রান্ত একটা আজগুবি মামলা দায়ের হলে সাবিহ উদ্দিন আহমেদ নিজের কাঁদে দায় নিয়ে আদালতে গিয়ে বলেন, “এসব কাজ প্রধানমন্ত্রী করেননি, এগুলো একান্ত সচিব হিসাবে আমাদের কাজ।”
অথচ ২০০১-০৬ মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ আমলার পদে থাকা একজন ম্যাডামের কাঁদে সব দায় দিয়ে সাধু সেজে সমালোচনা করে বেড়াচ্ছেন ( এখানে নামটি নেয়া সঙ্গত মনে করছিনা) সাবি ভাইয়ের সাথে সম্পর্ক আমার সবসময় মধুর ছিলোনা।
অনেক বিষয়ে মতপার্থক্য ছিলো। তবে সম্পর্ক ছিলো কেবলই ছোটভাই- বড়ভাই সুলভ। সেই সাথে রয়েছে দেশে-বিদেশের অনেক মধুর স্মৃতি। মহান আল্লাহ তাঁর এই বান্দাকে অশেষ অনুগ্রহ দান করুন! ঠিকানা করে দিন জান্নাতুল ফেরদাউসে।
প্রসঙ্গত, গেলো বেশ কিছুদিন ধরেই অনেক অসুস্থ ছিলেন সাবিহ উদ্দিন আহমেদ। একটা সময়ে পালন করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার পদ বেশ সততার সাথে। বিএনপির রাজনীতিতে তারা অবদান নেহাত কম নয়।