আবারও স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ৮ টা ৩০ মিনিটে বাংলাদেশ ত্যাগ করেন ক্ষমতাসীন আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
চিকিৎসা শেষে চলতি মাসের আগামী ৪ জানুয়ারি সন্ধ্যায় দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি।
আজ সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে ওবায়দুল কাদের।
পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়।
দীর্ঘ প্রায় সেখানে চিকিৎসাধীনের পর মোটামুটি সুস্থ হয়ে দেশে ফেরেন ওবায়দুল কাদের। এরপর থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যেতে হয় তাকে।