শ্রীলঙ্কা সিরিজে খেলবেন কি না, তা অন্ধকারেই রেখেছেন সাকিব আল হাসান। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো গণমাধ্যমকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি জাতীয় দল নিয়েও কথা বলতে নারাজ বাংলাদেশের এই অলরাউন্ডার।
ক্রিকেট মহলে গুঞ্জন, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতে চান না সাকিব আল হাসান। অন্য একটি সূত্র দাবি করেছে যে তিনি টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ছুটি চেয়েছেন। সত্য হোক বা মিথ্যা, এ নিয়ে প্রশ্ন করতেই বিরক্ত বাংলার নবাব।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ‘কে বলছে? গুঞ্জন গুঞ্জনই থাকতে দিন। এবং যদি না হয়, এটি না করতে পারলে কে বলেছে খুঁজে বের করুন। তাকে জিজ্ঞাসা করেন? আমি কাউকে কি বলেছি?’
বিপিএল ফাইনালের পরপরই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এখনও অধিনায়ক, স্কোয়াড কিছুই ঠিক করেনি বিসিবি। নতুন ধোঁয়াশা তৈরি করেছেন সাকিব। বোর্ড ও সাকিবের সিদ্ধান্তহীন জাতীয় দল পরিকল্পনা ছাড়াই।
সাকিব আল হাসান বলেছেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই। বিপিএল চলছে। সেই দিকেই ফোকাস করছি। দলের জন্য অবদান রাখার চেষ্টা করছি।
বিপিএলের শেষ ম্যাচে রান পেয়েছেন সাকিব। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ক্রিকেট বোর্ড। তাহলে কি চোখের সমস্যা কাটিয়ে উঠলেন সাকিব?
বিশ্বের সেরা এই অলরাউন্ডার বললেন, হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ।
শুক্রবার ভাইয়া গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সেখানে বিপিএল ও শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কথা বলেন বাংলাদেশ অলরাউন্ডার।