বকেয়া বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে মিরপুর ১০, ১৩, ১৪ নম্বর সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং মিরপুর ১০ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, মিরপুর ১০ নম্বর (প্যারিস রোড) মনোয়ারা, খান ও এনায়েত গার্মেন্টসের কয়েকশ শ্রমিক গত তিন দিন ধরে কারখানার সামনে দাঁড়িয়ে আছে সম্প্রতি ঘোষিত নতুন মজুরি কাঠামোতে পোশাক শ্রমিকরা ডিসেম্বর মাসের আংশিক বেতন এবং বেতন পরিশোধের দাবিতে।
তবে এ গার্মেন্ট ৩টি সাবকন্ট্রাক্টের অধীনে এবং একটি স্থানীয় পোশাক হওয়ায় নতুন মজুরি কাঠামোতে তারা বেতন দিতে পারবেন না বলে জানিয়েছেন মালিকপক্ষ। তাই ইতিমধ্যে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত মাসের আংশিক বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে তারা রাজপথে নেমেছেন। মালিকরা তাদের দাবি না মেনে কারখানা বন্ধ করে দেয়।
ডিএমপির পল্লবী জোনের এসি শহীদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আজ বিকেলে কারখানা পরিদর্শন অধিদপ্তরে মালিক ও শ্রমিকরা তাদের বেতন নিয়ে আলোচনা করবেন।