এক দেশ থেকে অন্য দেশে দ্রুত ও নিরাপদ যাতাযাতের ক্ষেত্রে আকাশ পথের কোনো বিকল্প না থাকলেও দুর্ভাগ্যবসত সেই আকাশ পথেও ঘটছে নানা অনাকাঙ্খিত ঘটনা। আর এরই জের ধরে এবার মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় পাকিস্তানের করাচিতে ভারতীয় একটি বিমানের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে।
তবে পাইলটের বুদ্ধিমত্তায় বিমানের যান্ত্রীরা সবাই নিরাপদে আছেন। ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
রোববার (১৭ জুলাই) ইন্ডিগোর শারজা-হায়দরাবাদ বিমানকে করাচি বিমানবন্দরে নামানো হয়। যান্ত্রিক গোলযোগের জেরেই বিমানটি জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। ফলে এ যাত্রায় সবার প্রাণ বেঁচে যায়।
করাচি থেকে যাত্রীদের আনার জন্য একটি অতিরিক্ত ফ্লাইট পাঠানো হচ্ছে, এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে মাঝ আকাশে বিমানে যান্ত্রীক ত্রুটি দেখা দেয়ার খবরে বেশ আতঙ্খিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁছে যাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবাই।