Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / ফের পদ নিয়ে দু:সংবাদ পেলেন জায়েদ খান

ফের পদ নিয়ে দু:সংবাদ পেলেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে গত ২৮ জানুয়ারি হয়ে যাওয়া নির্বাচনের ফলাফলের ভিত্তিতে জায়েদ খান সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। এই নির্বাচনের ফলাফলকে নিপুন আক্তার সমালোচনার মুখে ফেললে ঐ ভোট পুনরায় গননা করা হয়। তবে দ্বিতীয় বারেও ফলাফল জায়েদ খানের ( Zayed Khan ) পক্ষে ছিল। পরবর্তিতে জায়েদের ( Zayed ) বিরুদ্ধে নিপুনের আনিত কিছু অভিযোগের ভিত্তিতে জায়েদ খানের প্রার্থীতা বাতিলের সমালোচনা আদালত পর্যন্ত ছড়িয়েছিল। জায়েদ-নিপুনের এই প্রার্থীতার লড়াই আদালতে এখনো দৃশ্যমান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে( Zayed Khan ) চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারের( Nipun Akter ) আপিলের শুনানি নিয়ে রোববার (৬ মার্চ) চেম্বার আদালত এ আদেশ দেন। এর আগে গত( Past ) ৭ ফেব্রুয়ারি( February ) বাংলাদেশ শিল্পী সমিতি( Bangladesh Shilpi Samiti ) নির্বাচনে আপিল বোর্ডের প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জায়েদ খান। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন তার আইনজীবী নাহিদ সুলতানা( Nahid Sultana ) যুথী।

একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার আসামিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি( February ) নিপুণ আক্তার আপিল করেন। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি শেষে ৯ ফেব্রুয়ারি এ আদেশ দেন আদালত। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ১৩ ফেব্রুয়ারি( February ) নিপুণ আক্তারের( Nipun Akter ) আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। আদালত তার আদেশে আরও বলেন, ১৩ ফেব্রুয়ারি( February ) পর্যন্ত কেউ সমিতির সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন না। গত ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি হয়।

শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। হাইকোর্ট রায় দেন। ফলে জায়েদ খানের সমিতির সাধারণ সম্পাদক হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মামনুন রহমান( Mamnoon Rahman ) ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের( Khandaker Diliruzzaman ) সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিপুন আক্তার। জায়েদ খান আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মো. ইউসুফ হোসেন( Md. Yusuf Hossain ) হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম( Ahsanul Karim ) ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা( Nahid Sultana ) যুথি।

অভিনেত্রী নিপুণের( Dexterous ) পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন( Rokon Uddin ) মাহমুদ। এফডিসিতে( FDC ) এক বৈঠক শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান( Sohanur Rahman Sohan ) এ ঘোষণা দেন। নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদকের পদ বাতিল করা হয়। ফলে এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন অভিনেত্রী নিপুণ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের( Dexterous. Ministry Social Welfare ) নির্দেশে জায়েদ খানকে( Zayed Khan )( Khan ) সাধারণ সম্পাদক ও এফডিসির নির্বাহী সদস্য পদে চুন্নুকে( Chunnu ) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বৈঠকে বসে আপিল বোর্ড। এ সময় উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান( Sohanur Rahman Sohan ), বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন( Mohammad Hossain ), দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন( Zahid Hossain ) ও বিএইচ( BH ) নিশান, অভিযোগকারী নিপুণ।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে( Zayed Khan ) চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।জায়েদ খানের( Court. Zayed Khan ) পক্ষ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বায়ের করা নিপুণ আক্তারের( Nipun Akter ) অভিযোগের আপিলের শুনানি নিয়ে রোববার( ৬ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসানের ( Obaidul Hasan ) নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন বলে সামাজিক গনমাধ্যমে বিষয়টি জানা যায়।

 

About bisso Jit

Check Also

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী তারই পূত্রবধূ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *