পদ্মা সেতু উদ্ভধনের পর থেকে এই পর্যন্ত অনেক গুলো দূর্ঘটনার ঘটনা ঘেটেছে। এমনকি এসকল দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে সেতুও। সেতুর রেলেং ভেঙ্গে যাওয়া এছাড়া টোল প্লাজার সামনের বেরি গেইট ক্ষতিগ্রস্থ হওয়া ইত্যাদি। এখানেই শেষ নয়, সম্প্রতি ফের এমন একটি দূঘটনার কথা গন মাধ্যমে প্রকাশিত হয়েছে। ঘাটনা সূত্রে জানা যায়, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি পিকআপ।
অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতু দিয়ে ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের অংশে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে। পিকআপটি সরাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
নিহতরা হলেন কাউসার ও রাজু। কাউসার পিকআপের হেলপার এবং রাজু পিকআপের মালিকের ভাই বলে জানা গেছে।