গত পাঁচ বছরের মধ্যে আবারো ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো নেপাল। দেশটির এক সংবাদ মাধ্যমের আলোকে জানা গেছে, আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে ৭২জন আরোহী নিয়ে পোখারার কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। তবে দুর্ঘটনার শিকার ওই বিমানে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।
পোখারা আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বিক্রম গৌতম আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে এ বিষয়টি নিশ্চিত করেন।
‘এখন পর্যন্ত আমরা ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছি। আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি’, যোগ করেন তিনি।
বিমানটিতে মোট ১৫ জন বিদেশী নাগরিক ছিলেন।
গৌতম বলেন, “আমরা অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, আর্জেন্টিনা এবং আয়ারল্যান্ড’র যাত্রীদের মৃতদেহ উদ্ধার করেছি।”
এ সময়ে তিনি আরো জানান, দুর্ঘটনার কবলে পড়া বিমানটিতে বাংলাদেশের কোনো নাগরিক ছিলেন না।
তবে বার বার কেন নেপালেই বিমান দুর্ঘটনা ঘটছে, এ নিয়ে চলছে নানা আলোচনা।