ভোটকে প্রহসন আখ্যা দিয়ে নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।
এসব দাবিতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এছাড়া একতরফা নির্বাচন বর্জনের লক্ষ্যে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চার দিন গণসংযোগ ও প্রচারণা চালানো হবে।
মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।