দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) বহুল আলোচিত দেবর-ভাবী মান-অভিমানকে দূরে রেখে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
দলীয় ব্যবস্থাপনা ও আসন্ন নির্বাচন নিয়ে দুই নেতার মধ্যে টানাপোড়েনের মধ্যে শনিবার (২৫ নভেম্বর) রওশনের সঙ্গে দেখা করতে যান জিএম কাদের। জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জাপা চেয়ারম্যান সংসদে বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান উদ্যোক্তার গুলশানের বাসায় যান। তাদের দুজনের পারিবারিক বৈঠক হয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
জাপা দুই নেতার মধ্যে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও রাহগীর আল মাহি এরশাদ (সাদ এরশাদ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। জিএম কাদের রওশন এরশাদের সঙ্গে একা কথা বলেন। বৈঠক শেষে রাত ১০টার দিকে রওশন এরশাদের বাসা থেকে বের হন জিএম কাদের।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে দুই নেতার মধ্যে সমঝোতা হয়েছে। মান-অভিমান থাকালেও তারা এখন তা পাত্তা দিচ্ছে না। দলের স্বার্থে একে অপরকে কিছুটা ছাড় দিয়ে নির্বাচনে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন দুই নেতা।