রাজধানীর বংশাল থানা এলাকায় অবৈধ সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় পৃথক দুই ধারায় বিএনপির ২৫ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন এ তথ্য জানান।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সোহেল, রাজু, হাজী সিরাজ, মামুন, রনি, মঈন, হাজী মোঃ মাছুম, গ/লাকাটা আজিম, ওমর ফারুক, রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানা প্রমুখ।
দণ্ডবিধির একটি ধারা অনুযায়ী তাদের আড়াই বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের আরেকটি ধারায় ছয় মাসের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বংশাল থানার ১০৩ নম্বর এনসিসি রোডের সামনে মিছিল করে আসামিরা। তারা গাড়ি ভাং/চুর করে, দোকানপাট ভাংচুর করে।
এ ঘটনায় বনশাল থানার উপ-পরিদর্শক আজাহার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। ৩০ জুন ২০১৯ পুলিশ মামলাটি তদন্ত করে এবং আদালতে চার্জশিট দাখিল করে। এরপর বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।