দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও একই দলের সংসদীয় নেতা রওশন এরশাদ। জাতীয় পার্টির পাল্টা চিঠি বিবেচনা করবে ইসি।
শনিবার (১৮ নভেম্বর) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, আমরা ৭টি দলের চিঠি পেয়েছি, যারা জোটগতভাবে নির্বাচন করবে। এর মধ্যে জাতীয় পার্টির পক্ষ থেকে দুটি চিঠি কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত নেবে কোনটি গ্রহণ করা হবে।
অশোক কুমার দেবনাথ আরও বলেন, প্রতীক বরাদ্দের ক্ষেত্রে যেকোনো দলের মহাসচিব, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন জোটে অংশ নিতে ইচ্ছুক দলগুলোকে তিন দিনের মধ্যে তাদের অবস্থান জানাতে বলেছে। শনিবার বিকেলে জাতীয় পার্টির মনোনয়ন ও প্রতীক বরাদ্দের জন্য অনুমোদিত ব্যক্তি হিসেবে চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত চিঠি ইসিতে যায়। কিছুক্ষণ পর রওশন এরশাদের স্বাক্ষরিত চিঠিটি মহাজোটের শরীক হিসেবে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে কমিশনে জমা দেয় প্রতিনিধি দল।
এদিকে রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ বলেছেন, জাতীয় পার্টিতে মনোনয়নপত্রে রওশন এরশাদের স্বাক্ষরেই হবে, যিনি জিএম নির্বাচনে অংশ নেবেন তিনি রাজনীতি থেকে উধাও হয়ে যাবেন।
এদিকে শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ মাধ্যমকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংলাপে প্রধান দুই দলের তেমন আগ্রহ না দেখা গেলেও জাতীয় পার্টি এখনো সংলাপ চায়।