আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি হবে আজ বোম্বে হাইকোর্টে। সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে, ড্রাগ-অন-ক্রুজ মামলায় গত ৮ অক্টোবর থেকে কা’রাগারে রয়েছেন, দুবার জামিন নামন্জুর করা হয়েছে আদালতের পক্ষ থেকে। আজ আদালতে আরিয়ান খানের পক্ষে ল’ড়বেন নতুন আইনজীবি ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। আশা করা হচ্ছে আজ জামিন পেতে পারেন আরিয়ান খান। তার আগেই নতুন ধরনের তথ্য উঠে এলো শাহরুখপুত্র আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে।
এতদিন ঘটনাটাকে নানাভাবে সাজানো বলার একটা চেষ্টা দেখা গেলেও নতুন করে সামনে এলো একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের। চ্যাটের অপর প্রান্তে ছিলেন আরেক তারকা অনন্যা পান্ডে। আরিয়ান যাকে লিখেছিলেন, ‘তুমি উইড এনেছো?’ জবাবে অনন্যা লিখেছেন, ‘আমি নিয়ে আসবো।’ অনন্যা পান্ডের সঙ্গে এই ‘উইড’ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ চালাচালির পর এখন আরিয়ানের কে’স কোনদিকে গড়ায় সেটাই দেখার বিষয়।
এ দিকে আরেক হোয়াটসঅ্যাপ চ্যাটে ফাঁস হল আরিয়ানের নতুন তথ্য। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে আরিয়ানের ফোন ঘেঁটে যে চ্যাট উদ্ধার করেছে এনসিবি সেখানে অপর দু’জনের সঙ্গে কো’/কেন নিয়ে প্ল্যান করতে দেখা গিয়েছে আরিয়ানকে। সেখানে আরিয়ান স্পষ্ট লিখেছেন, ‘কো’/কেন আগামিকাল’। শুধু তাই নয়, মজা করে বন্ধুদের এনসিবির হাতে ধ’রিয়ে দেওয়ার কথাও সেই চ্যাটে বলেছে শাহরুখ-পুত্র।
গত ২০ অক্টোবর নিষিদ্ধ দ্রব্যের মা’মলায় গ্রে’ফ’/তার আরিয়ানের জা’মিন বাতিল করে ভারতের বিশেষ আদালত। আট’কের পর থেকে কা’রাগারেই দিন কাটছে আরিয়ানের।
এদিকে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার বিষয়ে অভিযোগ উঠেছে। যেখানে ২৫ কোটি টাকা দিলে মুক্তি দেওয়া হবে আরিয়ানকে, এমন কথা সামনে এসেছে। তবে বিশেষজ্ঞরা ধারনা করছেন যে, ওয়াংখেড়ের সাথে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের যে দ্ব’/ন্দ্ব বিরাজ করছে সেটার কারনে এনসিবি-কর্মকর্তার সমস্যাটি জ’টিলতর হয়ে উঠছে। বর্তমান সময়ের আলোচনায় আসা এই নিষিদ্ধ দ্রব্যের মা’মলাটি পুরোপুরি ভু’য়া এবং অনেকটা সাজানো বলে অভিযোগ করেছেন মালিক। শুধু এমন ধরনের বিষয় নয়, বিজেপি ও এনসিবি হাত মিলিয়ে মুম্বাইয়ে স’/ন্ত্রা’/সী তৎপরতা বাড়িয়ে তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।