ব্যাপক আলোচিত সেই ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে আদালত থেকে বড় সুখবর পেলেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। জানা গেছে, তার ১ বছরের জন্য জামিন মঞ্জুর করেছন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে মোয়াজ্জেমের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুল ইসলাম।
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২৮ নভেম্বর ২০১৯ সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। ।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসম জগলুল হোসেন দুই ধারায় মোয়াজ্জেমকে মোট আট বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
রায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ধারায় মোয়াজ্জেমকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা এবং ২৯ ধারায় তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
এছাড়া আইনের ৩১ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেমকে খালাস দেওয়া হয়।
গত কয়েক বছর আগেই হা’ত-পা বেঁ’ধে মাদ্রা’সার ছাদে নিয়ে নুসরা’ত জাহান রাফির গায়ে ‘কিরো’সিন ঢে”লে হ”ত্যা’ করা হয়। এ ঘটনায় গোটা ফেনীজুড়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।