মাত্র দুই মাস আগে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। তারপর হুট করেই মারা গেলেন ২৭ বছর বয়সী নারী ফুটবলার ম্যাডি কিউসেক। এই ফুটবলারের মৃত্যুতে শেফিল্ড ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
২০১৯ সাল থেকে শেফিল্ডের হয়ে খেলছেন কিউসেক। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট ওমেন্স চ্যাম্পিয়নশিপের নিয়মিত দল শেফিল্ডের হয়ে ১০০’র বেশি ম্যাচ খেলেছেন কিউসেক। খেলার পাশাপাশি তিনি দলের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবেও কাজ করেছেন।
২৭ বছর বয়সী কিউসেক ভালো খেলতে থাকেন। তার কোনো আঘাত বা অসুস্থতা ছিল না। কিন্তু শেফিল্ড হঠাৎ করে শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর ঘোষণা দেন। তবে কিভাবে কিউসেকের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি।
শেফিল্ড মহিলা দলের হয়ে ১০০ ম্যাচ খেলা প্রথম ফুটবলার হন তিনি। তাই তার মৃত্যুতে ক্লাব গভীরভাবে শোকাহত।। ম্যাডির মৃত্যুপ্রসঙ্গে দলের সিইও স্টিফেন বেটিস বলেন, ‘আমরা শোকাহত।ম্যাডি আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সবার সঙ্গে ভালো মিশতে পারতেন। ম্যাডির ব্যক্তিত্ব এবং পেশাদারিত্বের পিছনে রয়েছে তার পরিবার। ম্যাডিকে আমরা সবাই মিস করব।’