ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই ফুটবল মাঠে ভিন্ন এক উত্তেজনা। বিশ্বকাপে দূর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চলছেন বিশ্বকাপের অন্যতম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপে তিনি গোল না পাওয়া হননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। মাঠের সর্বত্র তিনি বেশ দাপটের সাথে খেলে চলেছেন । তবে তার জন্য একটি দূ:সংবাদ এলো বিশ্বকাপ চলাকালীন সময়েই।
বিশ্বকাপের মাঝপথেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুকেবুকে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগিজ তারকা এখন ফ্রি এজেন্ট।
এরই মধ্যে রোনালদোকে লোভনীয় প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। প্রস্তাবটি গৃহীত হলে, রোনালদো তিন বছরের চুক্তিতে $২২৫ মিলিয়ন পাবেন। ৪০ বছর বয়স পর্যন্ত তিনি এই ক্লাবে খেলতে পারবেন।
আল নাসরসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাব এখন রোনালদোর ওপর নজর রাখছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদের কারণে বিশ্বের কোনো ক্লাবে যেতে কোনো বাধা নেই পর্তুগাল অধিনায়কের। সে কথা মাথায় রেখেই আল নাসরের জিভে জল আনা প্রস্তাব দিল।
প্রস্তাব অনুযায়ী, রোনালদো প্রতি মৌসুমে $৭৫ মিলিয়ন পাবেন। তবে এ বিষয়ে ৩৭ বছর বয়সী রোনালদোর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত তিনি পর্তুগালের বিশ্বকাপ ম্যাচের দিকে নজর দিচ্ছেন।
রোনাল্দো বিশ্বকাপের পর ঠিক কোন ক্লাবে যোগ দেবেন সে বিষয়ে এখনও তেমন কিছু জানাননি। তবে তিনি সিদ্ধান্ত নেবেন বিশ্বকাপের পর এমন ধারনাই করা হচ্ছে। তিনি আশা করছেন বিশ্বকাপে ভালো কিছু করতে পারবেন দলের জন্য।