কিছুদিন আগে বাংলাদেশে ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনা দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। এ আলোচনায় উঠে আসে বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংকের নাম। যেখানে একটি গ্রুপ প্রতিষ্ঠানের মালিক বিপুল পরিমাণ অর্থ বেনামে তুলে নেয় ব্যাংক থেকে। এদিকে কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর এই ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল পাবে বিপুল পরিমাণ অর্থ। এবার এ বিষয়ে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সমালোচক আব্দুন নূর তুষার। তার পোস্টটি হবুহু তুলে ধরা হলো-
চ্যাম্পিয়ন পাবে ৪২ মিলিয়ন ডলার বা ৪৯৫ কোটি টাকা।
পক্ষান্তরে রানার্সআপ পাবে ৩০ মিলিয়ন ডলার বা টাকায় ৩৩৬ কোটি টাকা।
এই পুরো টাকার চেয়ে বেশি; ৯০০ কোটি একাই ব্যাংক থেকে নিয়েছে এক চব্বিশ বছরের ছেলে যার বয়স এমবাপের কাছাকাছি।
অতএব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে বাংলাদেশে ব্যাংকে ঘুরঘুর করে চুরচুরিয়ে ঋণ নেয়া ভালো।
প্রসংগত, ব্যাংকের এই ঋণ কেলেঙ্কারির বিষয়টি নিয়ে তেমন কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি সরকারের পক্ষ থেকে, যে বিষয়টি নিয়েও জনসাধারণের মনে প্রশ্ন ওঠে। কিছুদিন আগে বেশ কয়েকজন কৃষককে ২০ থেকে ৩০ হাজার টাকা ঋন নেওয়ার পর তা পরিশোধ করতে না পারায় তাদেরকে কারাগারে পাঠানো হয়, যেটা নিয়ে সমালোচনা শুরু হয়।