বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি সারাদেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে এ সমালোচনায় এবার জল ঢেলে দিলেন ক্ষমতাসীন সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কালো টাকা সাদা করার সুযোগ এবারই শেষ করা উচিত বলে মন্তব্য করে তিনি বলেছেন, চোরে শোনে না ধর্মের কাহিনি। ফিরিয়ে দেওয়ার জন্য কেউ চুরি করে না। টাকা ফেরত পেতে কেউ পাচার করেনি। ফলে সরকার কর্তৃক পাচারকৃত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। তিনি আরও বলেন, এ সুযোগ এবারই শেষ হওয়া উচিত বলেও মত দেন তিনি।
রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড এবং এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে পরিকল্পনামন্ত্রী এ মন্তব্য করেন। তিনি ‘রিফ্লেকশন অন বাজেট ২০২২-২৩’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের সর্বনাশ, আর সুইজারল্যান্ড-বাহামার পৌষ মাস। আমি আমার জীবদ্দশায় সুইস ব্যাংক থেকে টাকা পাওয়ার আশা করি না। বরং মাঝেমধ্যেই যাওয়া-আসা হবে, কিছু বৈঠক-বসা হবে। কিছু খরচ হবে।। তবে বাস্তবতার নিরিখে মন্দের ভালো হিসেবে বাজেটে সুযোগ দেওয়া হয়েছে। টাকা এলে ভালো, না এলেও ক্ষতি নেই। টাকা পাচার যাতে না হয় সেজন্য দরজা শক্ত করে বন্ধ রাখা উচিত বলে মনে করেন তিনি।
এদিকে এর আগে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়াকে কেন্দ্র করে সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ঢাকায় যাদের জমি বা ফ্ল্যাট আছে, তারা সবাই কালো টাকার মালিক। তার এমন মন্তব্য নিয়েও চলছে নানা আলোচনা।