হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরিয়ার ফারুকী। গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলেছেন তার স্ট্রোক হয়েছে। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা শুরু থেকেই সবসময় তার পাশে ছিলেন। তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার কথা জানান।
প্রতিবেদনটি লেখার ঘণ্টাখানেক আগে তিশা তার ফেসবুকে লিখেছেন, ‘প্রত্যেক মানুষের জীবনে মেঘ আসে, আর মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য ধরতে হয়।
তিনি আরও লিখেছেন, “আপনাদের দোয়ায় মোস্তফা সারিয়ার ফারুকী এখন নিরাপদ, আলহাদুলিল্লাহ।” কয়েকদিন বিশ্রাম প্রয়োজন। তারপর আবার কাজে ফিরবেন ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন করে টেক্সট করেছেন। অনেকের কল ও এসএমএস এর উত্তর দিতে পারিনি। তাই এর জন্য দুঃখিত। সকলের দোয়া ও ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
এর আগে গতকাল কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে বলেন, “বর্তমানে মোস্তফা সরিয়ার ফারুকীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে ৭২ ঘন্টা একটু স্থিতিশীল হতে।এর পর এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।
মোস্তফা সারায়ের ফারুকী একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্যকার। তিনি বেশ কিছু ভিন্ন ও জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ‘ব্যাচেলর’ সিনেমাটি পরিচালনা করে জনপ্রিয়তা পান তিনি। এই বিখ্যাত নির্মাতা 25 বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত।