Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / ফারদিন নয়, ফারদিনের ফোনটিই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরেছে,অত্যন্ত সুপরিকল্পিত কাজ:আসিফ নজরুল

ফারদিন নয়, ফারদিনের ফোনটিই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরেছে,অত্যন্ত সুপরিকল্পিত কাজ:আসিফ নজরুল

গেল বেশ কিছু দিন ধরে বাংলাদেশে একটি ঘটনা। বুয়েটের ছাত্র ফারদিনের ঘটনা নিয়ে এখনো চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। বিশেষ করে নতুন একটি সিসিটিভি ফুটেজে মিলেছে ফারদিনের ইচ্ছা করে নদীতে ঝাঁপ দেয়ার বিষয়টি। এ নিয়ে চলছে বেশ রহস্যের ঘনঘটা। এবার এ নিয়ে একটি লেখনী শেয়ার করেছেন ড. আসিফ নজরুল। পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো হুবহু:

ফারদিন নয়, ফারদিনের ফোনটিই ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরেছে।

এভাবে ভাবুন। প্রথম মিনিটেই ফারদিনের ফোনটি কেড়ে নেওয়া হয়। পেশাদার অপরাধীদের একজন ফোন পকেটে পুরে মোটরবাইকে দ্রুতগতিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে ঘুরেছে। উদ্দেশ্য জিপিএস লোকেশন ডেটা তৈরি করে দুনিয়াকে বিভ্রান্ত করা। [অত্যন্ত সুপরিকল্পিত ও চতুরতাপূর্ণ কাজ। হতে পারে অপরাধী ফারদিনের জামাকাপড়ও পরে নিয়েছিল সিসি ক্যামেরায় যাতে ফারদিনই চিহ্নিত হয়।]

তার ঘোরাঘুরির সময়ে অপরাধী দলের অন্য সঙ্গীরা নির্যাতন ও হ’ত্য’কা’ন্ডের’ ‘কাজটি সেরে নিয়েছে। নিথর দেহটি নদীতে ফেলার ঠিক আগে আগে পকেটে ফোনটি রেখে দিয়েছে। ঘড়ি-টাকাপয়সা সবকিছু ঠিকঠাক রেখে দিয়েছে, ফের জামাকাপড়ও পরিয়ে দিয়েছে যাতে প্রমাণ করা যায় ফারদিন নিজেই …. … … [অত্যন্ত অত্যন্ত অত্যন্ত সুপরিকল্পিত কাজ!]

বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান পড়েছি। পড়িয়েছি টানা কয়েক বছর। এটুকু বুঝার কমন্সেন্সটি নিশ্চয়ই হয়েছে–পুলিশের প্রশিক্ষিত গোয়েন্দাদের এই বাস্তবতাটি ধরে না এগোনোর কোনোই কারণ থাকতে পারে না।

তবু তাঁরা কেন জিপিএস-এর লোকেশন ডেটাই সর্বশক্তিমান প্রমাণ–এমন ধারণা দিয়ে চলেছেন? কেনই বা তদন্তে প্রাপ্ত ভিন্নভিন্ন তথ্য-উপাত্ত, ঘটনাপঞ্জির বয়ান দিয়ে চলেছেন? কেনইবা মাদকসন্ত্রাসীটিকে খুন করা হলো? কেনইবা একই রাতে অনেকটা ফারদিনের মতই বিপ্লবকেও মরতে হল?

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDr.Asifnazrul%2Fposts%2Fpfbid0f1akivt53u6vy7sQ3rCmEyVvp67mbdvp16UcaPKX8CGC3xBeLBLpp6Mpa3mpvF3Vl&show_text=true&width=500″ width=”500″ height=”297″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

শুধুমাত্র ফারদিনের বাবা-মা বা পরিবার-স্বজনদের জন্যই নয়, দেশের নিরাপত্তাহীন প্রতিটি সাধারণ মানুষের জন্যই এই পুলিশি অগ্রগতি সুপার ডিস্টার্বিং। রীতিমত আতংকে রক্ত হিম করে দেবার মত।

ধরে নিলাম পুলিশ এই সম্ভাবনাটি ধরে এগোয় নি। এখন তো নিশ্চয়ই এগোতে পারে। না কি এই সম্ভাবনা ধরেও এগিয়েছিল? তাহলে এই সম্ভাবনা ধরে এগোনোর ফলাফলটি জানতে চাই। না কি পুলিশ জানিয়েছে, আমরা অনেকে খেয়াল করিনি? সেক্ষেত্রে আবার বলার অনুরোধ থাকল। দেশের নিরাপত্তাহীন প্রতিটি সাধারণ মানুষের মনে নিরাপত্তা বিষয়ে ন্যুনতম আস্থাটুকু তো ফিরুক।

প্রসঙ্গত, এ দিকে নতুন ঘটনাটি সামনে আসার পর থেকে এ নিয়ে চলছে নানা ধরনের সমলোচনা। এটা মানছেন না ফারদিনের পরিবার সহ সাধারণ মানুষেরা। তবে আইন শৃঙ্খলা বাহিনী এটাকে ইচ্ছা করে ঘটানো একটি ঘটনা বলে আখ্যা দিয়েছেন।

About bisso Jit

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানমন্ডি যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

ধানমন্ডি থানা যুবদল পরিবেশ রক্ষায় একটি ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যা এলাকাবাসীসহ সারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *