ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি ও বর্তমান সময়ে লন্ডন প্রবাসী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিভিন্ন সময়ে সমালোচনায় পড়েন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকেন। সাম্প্রতিক সময়ে বুয়েটে যে, শোক দিবসের যে আয়োজন করা হচ্ছে, এবার সে বিষয়ে তিনি একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা হুবুহু তুলে ধরা হলো-
বুয়েট সহ সকল প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে একটি মাত্র সিন্ডিকেট লিজ নিয়ে রেখেছে।
নেতা হওয়া থেকে শুরু করে এমনকি তাদের ইশারা ছাড়া সংগঠনের পাতাও নড়ে না এবং এবং আশ্চর্যজনক হলেও সত্য দুঃসময়ের ছাত্রনেতাদের বিতাড়িত করে নতুনদের দিয়েই চলছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ গত ১৩ বছর যাবত।
বুয়েটের বর্তমান সঙ্কটজনক অবস্থার জন্য ইঞ্জিনিয়ারদের নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট দায়ী। আগে তাদের বিচার করতে হবে। ফাউ ফাউ চেঁচামেচি করছেন, কোনো লাভ নাই।
শ্রদ্ধেয় প্রকৌশলীদের বিশাল উপ-কমিটি ১৫ আগস্ট জাতির পিতার শোক দিবসে বুয়েটে যেকোনো কর্মসূচিতে যেতে চায়।
আর যদি সেটা না পেরে থাকেন তাহলে আত্মসমর্পণ করেন, বুয়েটের সাবেক ছাত্রনেতাদের কাছে ক্ষমা চাও যাদেরকে দূরে রেখে দিয়েছেন। শুধু পলাশী থেকে হাঁটলেই সব প্রতিক্রিয়াশীলরা পালাবে, লাগবেন বাজি?
(ফে”সবুক থেকে সংগৃহীত)
উল্লেখ্য, আবরারের ঘটনার পর বুয়েটে রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার ঘোষনা দেওয়া হয়। কিন্তু তা সত্বেও আগামি ১৫ই আগস্ট শোক দিবসকে সামনে রেখে আওয়ামীলীগের ব্যানারে শোক দিবস আয়োজনের জন্য কর্মসূচী পালন করে নেতারা। যা নিয়ে বুয়েটের সাধারন শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে নেতারা।