হঠাৎই ভয়াবহ বন্যায় যেন মুহুর্তের মধ্যেই পাল্টে গেল সিলেটের পরিবেশ। ঘর-বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এই অবস্থায় কোথায় যাবেন, কি করবেন এমনও অনেক প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তারা। তবে এরই মধ্যে জানা গেল, বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী। দুই জেলার ৬টি উপজেলায় ১০ প্লাটুন ও ৮টি মেডিকেল টিম কাজ করছে। সেনা সদস্যরা জলাবদ্ধ মানুষকে নৌকায় করে বাড়িঘর থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন।
সেনাবাহিনী নিজস্ব নৌকা দিয়ে আটকে পড়া মানুষকে উদ্ধার করছে। ঢাকা ও কুমিল্লা থেকে আরও ‘রেসকিউ বোট’ আনা হচ্ছে। এছাড়া উদ্ধার কাজে স্থানীয় লোকজনের নৌকাও ব্যবহার করা হচ্ছে বলে জানান জিওসি।
তবে এদিকে এবার সিলেটে ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক আসিফ নজরুল।
পাঠকদের উদ্দেশ্যে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
সিলেটে ভয়াবহ বন্যার খবর খুটিয়ে পড়িনা। পড়লে রাগ হয়, তারপর এমন কথা লিখতে ইচ্ছে করে যা লেখার পরিবেশ দেশে নেই আর।
বরং আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি আশা করি আপনারাও করবেন।
বন্যার্তদের পাশে দাঁড়ান, যাই হোক না কেন, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তির মাধ্যমে ত্রাণ পৌঁছে দিন।