জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘খুফিয়া’ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘খুফিয়া’ দেখার পর তিনি বাঁধনকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। এবার সেই বিষয়ে নিজের সম্পর্কে পোস্ট করলেন তিনি।
পোস্টে বন্যা মির্জা লিখেছেন, ভাই রে! প্রেম কেবল নারীর সাথে পুরুষের হবে এটা হলো পুরুষের ভাবনা। সব কিছুই পাবে পুরুষ! আর সমকামিতা কোনো বিশেষ বিষয় নয়। তারও হাজারো রকম রয়েছে। শিখসেন এক শদ্ব, সেটা নিয়ে বসে আছেন!
তিনি আরও বলেন, পৃথিবীতে কত রকম জেন্ডার আছে। তখন প্রত্যেকের চিন্তা আলাদা। এই স্বাভাবিক!
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “যখন আমি ‘পতিতা’ চরিত্রে অভিনয় করেছি, তখন কেউ ‘পতিতা’ চরিত্রে অভিনয় করতে চায়নি। ফলাফল আমার কাছে আসত, এবং আমি তা করতাম। আমরাও শুনছি তখন এইডস রোগের নাম।
পতিতা চরিত্র সম্পর্কে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার সেই গল্পের পতিতা আবার এইডস হলো। আমার সহকর্মীরা বলেছেন, এমন চরিত্রে অভিনয় করা আমার ঠিক হয়নি। এমনকি আমার তখনকার বয়ফ্রেন্ড মোটামুটি ধরেই নিয়েছিল যে আমার এইডস হয়েছে! সে আমাকে অপমান করেছে, নানাভাবে নোংরা শব্দ ব্যবহার করতে থাকে।’
বন্যা মির্জা আরও বলেন, আমার প্রেমিকও বলেছে, আমি নাকি স্মার্ট হয়ে গেছি। নাটকের নাম ছিল ‘খণ্ড- ৎ’। পরিচালনা করেছেন নজরুল কোরেশী।
তিনি বলেন, মাসুদ হাসান উজ্জল পরিচালিত ‘রোদ মেখো সূর্যমূখী’ নামের পরবর্তী ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছি। এখানে আবার ‘পতিতা’কে গর্ভবতী অবস্থা থেকে দেখানো হয়েছে। সেই ‘পতিতা’ নিজেই নিজের সন্তানের জন্ম দেয়, নিজের নাড়ি কাটে, বাচ্চা বের করে। পুরো দৃশ্যটাই দেখানো হয়েছে নাটকে। এরপর আরও অনেক নাটক করেছি।
অবশেষে তিনি বলেন, ‘পতিতাবৃত্তি এমন কোনো জীবন বা পেশা নয় যেটা গোলাপি ফিতা দিয়ে সমাধান করা যায়! কিছু দিন পর আপনারা ঝাঁপিয়ে পড়বেন সমকামী চরিত্রে অভিনয় করতে যান যাতে আপনাকে একজন ভাল অভিনেতা বলা হয়। তারপর বাঁধনকে কিছু একটা ক্রেডিট দিয়েন। এখন বরং চুপ থাকেন।