ভাষা, সংস্কৃতিসহ নিজস্ব ভুবনের সকল রীতিনিতিকে বিষর্জন দিয়ে সুদুর ম্যাক্সিকো থেকে ছুটে এসেছেন শুধুমাত্র প্রেমের টানে একজন ম্যাক্সিকো তরুনী। ঘটনটি প্রকাশ্যে এসেছে ভারতের হাওড়া থেকে। ইন্টারনেটের মাধ্যমের তাদের দুজনের মধ্যে পরিচয় হয়। আর সেই নেট দুনিয়ার পরিচয় থেকেই আস্তে আস্তে দুজনের ভিতরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এমনটাই জানা যায় এই যুগলের বর্ননামতে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি রোগের সংক্রামনে স্তম্ভিত গোটা বিশ্ব, যখন বেলের দুর্গাপুর সাহেববাগান এলাকার বাসিন্দা অরিজিৎ এবং মেক্সিকান তরুণ লেসির পরিচয় হয়। সেই আলাপ থেকে প্রেম, এবার ছুটে এলেন ভারতে প্রেমিকের কাছে। দুজনের প্রেমে পড়েই হাওড়ায় প্রেমিকের কাছে ছুটে যান মেক্সিকান তরুণী। জানা গেছে, পরিবারের সঙ্গে কথা বলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ ও লেসি। আর কয়েকদিনের মধ্যেই জুলাইয়ে সাত পাক সফর করবেন। এরই মধ্যে তারা ১৯ জুন রেজিস্ট্রেশন করে বিয়ে করেন। আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধবেন দুজন। অরিজিৎ বলেন, সংক্রামনের সময়ে লকডাউন শুরু হলে আমি বাড়ি থেকে কাজ করতাম। কাজের পাশাপাশি সময় কাটানোর চাবিকাঠি ছিল ইন্টারনেট। ছেলের বিয়ে প্রসঙ্গে অরিজিতের বাবা বলেন, লেসলি খুব ভালো মেয়ে। তিনি সবাইকে আপন করে নিয়েছেন। আমাদের সাথে ভালোভাবে যোগাযোগ করার জন্য তিনি বাংলা ও ইংরেজিও শিখছেন। আর অরিজিৎ লেসলির সঙ্গে কথা বলতে শিখেছেন স্প্যানিশ।
উল্লেখ্য, প্রেমিক আরিজৎ একজন ভারতের নাগরিক। অরিজিৎ ভারতের দুর্গাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সংক্রামন জনিত কারনে দীর্ঘদিন ধরে দেশের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকার কারনে অরিজিৎ বেশির ভাগ সময়েই বাড়িতে ইন্টারনেটে সময় কাটাতেন। তার এই ইন্টারনেটে সময় কাটানোর সুবাধে ম্যাক্সিকান তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমকে আরো সহজ করে তুলতে অরিজিৎ এবং তার প্রেমিকা লেসিস ভিন্নন ধর্মী ভাষাও রপ্ত করেছেন বলে জানিয়েন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।