যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক এটা নতুন কোন বিষয় নয়। তবে যোগাযোগ মাধ্যমে প্রেমকরে নিজ দেশ পিতা-মাতা আত্মিয়স্বজন ছেড়ে বিদেশে পাড়ি জমানোর ঘটনা বেশ বিরল। সম্প্রতি একটি ঘটনা সূত্রে জানা যায়, প্রেমের টানে সুদুর ভারত ( Far India ) থেকে বাংলাদেশে ( Bangladesh ) এসেছেন এক অল্প বয়াসী তরুনী। তার নাম অঙ্কিতা ( Drawing ) মুজুমদার।
ফেনী ( Feni )র এক যুবকের প্রেমে পড়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ( Bangladesh ) ঢুকে পড়েন ভারতীয় এই তরুণী । হৃদয় মজুমদার কুমিল্লার নাঙ্গলকোর্ট ( Nangal Court Comilla ) থানার বরুদা ( Baruda ) এলাকার বাবুল মজুমদারের ( Babul Majumdar ) ছেলে এবং অঙ্কিতা ভারতের ( India ) আসামের দ্বিব্রুঘর এলাকার অভিজিৎ মজুমদারের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৬ সালে অঙ্কিতা মজুমদার (২২) ফেনী ( Feni ) সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর ( South Kashimpur ) এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে। পরে ফেনী ( Feni ) পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত হৃদয় মজুমদারের সঙ্গে তার পরিচয় হয়। এরপর যোগাযোগ মাধ্যমে কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়। সম্প্রতি অঙ্কিতা এক মাসের ভিসায় বাংলাদেশে ( Bangladesh ) এসে নানার বাড়ি বেড়াতে যায়, এবং ওখান থেকে সে পালিয়ে যায়। এ ঘটনায় শিল্পী পিকলু রাহার ( Piklu Rahar ) চাচা ফেনী ( Feni ) মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
উল্লেখ্য, ওই নারী ভরত থেকে পালিয়ে বাংলাদেশে আসর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যায় নি। ওই তরুনীর জম্নস্থান ভারত হলেও তার আদি বাড়ি বাংলাদেশ। সে পিরাই সময় তার আদি বাড়ি যেখানে তার নানারা থাকেন সেখানে বেড়াতে আসতেন। নানা বাড়ি বেড়াতেে এসেই সে ও যুবকের প্রেমে পড়েন।