Friday , January 10 2025
Breaking News
Home / Exclusive / প্রেমের টানে ভারতে গিয়ে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশি নারী, পড়লেন তোপের মুখে

প্রেমের টানে ভারতে গিয়ে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশি নারী, পড়লেন তোপের মুখে

প্রেমের টানে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ভারতে গেছেন এক বাংলাদেশি নারী। সেখানে গিয়ে তার মন ভেঙে গেল। যে প্রেমিকের জন্য সে দেশ ছেড়েছে, সেই প্রেমিকই বিবাহিত। অগত্যা প্রেমকাহিনি অসম্পূর্ণ রেখে ফিরতে হলো এই নারীকে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশি নারী দিলরুবা শর্মা ভিসা পেয়ে পর্যটক হিসেবে ভারতে গিয়েছিলেন। ৩২ বছর বয়সী ওই নারীর স্বামী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগে না ফেরার দেশে চলে চলে গেছেন। তার তিনটি সন্তান রয়েছে। বিউটিশিয়ান হিসেবে কাজ করেন তিনি।

উত্তরপ্রদেশের রোশনগড়ের বাসিন্দা আবদুল করিমের সাথে অনলাইনে দিলরুবার সঙ্গে পরিচয় ঘটে। আব্দুল পেশায় একজন শেফ। বাহরাইনে কর্মরত রয়েছেন। দুজনে অনলাইনে কথা বলতেন। সেখান থেকেই ঘনিষ্ঠতা। দুজনেই একে অপরের প্রেমে পড়ে যান। আব্দুলকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন দিলরুবা।

দিলরুবা তিন সন্তান নিয়ে ট্যুরিস্ট ভিসায় ভারতে পাড়ি জমান। লখনউতে তার প্রেমিকের সাথে দেখা করেন তিনি। এরপর তাকে নিয়ে গ্রামের বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান ভিন্ন কিছু।

প্রেমিক যে গ্রামে থাকে তা দিলরুবার জানা ছিল না। সেখানে গেলে আব্দুলের স্ত্রী ও গ্রামবাসী তার উপর চড়াও হয় এবং বিভিন্ন প্রশ্নে তাকে জর্জরিত করে। গ্রাম ছাড়তে বাধ্য হন ঐ নারী।

ভালোবাসার স্বপ্ন ভুলে বাংলাদেশে ফিরে আসেন দিলরুবা। পুলিশ জানিয়েছে, ওই তরুণী পর্যটক হিসেবে ভারতে এসেছিলেন। তার অনুপ্রবেশ সম্পর্কে বেআইনি কিছু ছিল না।

 

 

About bisso Jit

Check Also

দুপক্ষের সংঘর্ষে নিহত ১: পুরুষ শূন্য গ্রাম, আতঙ্কে পালিয়েছেন নারীরাও

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সোমবার দুপুরে হিরু মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *