Friday , January 10 2025
Breaking News
Home / Exclusive / প্রেমের টানে এবার আমেরিকান তরুণী বাংলাদেশে, এলাকাজুড়ে চাঞ্চল্য

প্রেমের টানে এবার আমেরিকান তরুণী বাংলাদেশে, এলাকাজুড়ে চাঞ্চল্য

প্রেমের টাকে যুবককে বিয়ে করতে যুক্তরাষ্ট্র থেকে পাবনার ঈশ্বরদীতে এসেছেন এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈশ্বরদীর আসাদুজ্জামান রিজুর (২৭) ও হার্লে এবেগেল আইরিন ডেভিডসনের (২০) পরিচয় হয় বলে জানা গেছে।

রোববার (২২ অক্টোবর) ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ঈশ্বরদী পৌঁছেন নবদম্পতি। এদিকে ‘বিদেশি পাত্রী’ দেখতে রিজুর বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী টাউন এলাকার পিয়ারাখালী মহল্লার আব্দুল লতিফের ছেলে। কনে হার্লে অ্যাবিগেল আইরিন ডেভিডসন মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকির জর্জটাউনের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, হারলে অ্যাবিগেল আইরিন ডেভিডসন শনিবার (২১ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরদিন ঢাকায় ইসলামি রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের।

আসাদুজ্জামান রিজু জানান, গত বছরের মাঝামাঝি ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

রিজু বলেন, ‘আমরা দুজনেই প্রেম করে বিয়ে করেছি।

প্রতিদিন অনেক মানুষ পাত্রী দেখতে বাড়িতে আসেন। আমাদের সাথে সেলফি তোলার মাধ্যমে তাদের শখ পূরণ করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
হারলে অ্যাবিগেল আইরিন ডেভিডসন ভাঙা ভাঙা বাংলায় বললেন, ‘আমি এখানে ভালো আছি, আমার ভালো লাগছে।’

About Nasimul Islam

Check Also

দুপক্ষের সংঘর্ষে নিহত ১: পুরুষ শূন্য গ্রাম, আতঙ্কে পালিয়েছেন নারীরাও

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সোমবার দুপুরে হিরু মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *