Saturday , December 14 2024
Breaking News
Home / Countrywide / প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, এবার সন্তানকে ফিরে পেতে স্বামীর আকুতি

প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, এবার সন্তানকে ফিরে পেতে স্বামীর আকুতি

বর্তমান সময়ে কিছু খারাপ চরিত্রের নারী ও পুরুষের কারণে সমাজে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। কিছু খারাপ চরিত্রের নারী নিজের সংসার ফেলে অন্য পুরুষের সঙ্গে অ’বৈধ সম্পর্ক গড়ে তোলে। আর একটা সময় সন্তান নিয়ে সেই প্রেমিক পুরুষের সঙ্গে পালিয়ে যায়। এই সকল ঘটনা প্রকাশ্যে আসলেই ব্যাপক সমালোচনা শুরু হয়। এবার তেমনি এক নারী তার প্রেমিকের সঙ্গে এক সণ্তানকে নিয়ে পালিয়েছেন। তবে এবার সন্তানকে ফিরে পেতে স্বামী আকুতি যানাচ্ছেন। এই বিষয়ে এবার বিস্তারিত সংবাদ উঠে এলো।

লক্ষ্মীপুরে সন্তান তাসফিয়া সুলতানা রাফাকে (৪) নিয়ে প্রেমিকের সঙ্গে মা জান্নাতুল ফেরদাউস পালিয়ে গেছেন। এনিয়ে দুইবার প্রেমিকের সঙ্গে পালিয়েছেন তিনি।

প্রথম বার একা পালালেও এবার সঙ্গে করে একমাত্র মেয়েটিকেও তিনি নিয়ে গেছেন। তবে রাফাকে ফিরে পেতে বাবা রাসেল মাহমুদ রোমান মরিয়া হয়ে উঠেছেন। প্রায় দেড় মাস হয়ে গেলেও একমাত্র মেয়েটিকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা।

আদালত ও পুলিশ প্রশাসনসহ আশপাশের মানুষের কাছে মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন তিনি।

জানা গেছে, গত ১৪ জুন রাফাকে নিয়ে তার মা জান্নাতুল ফেরদাউস প্রেমিক সাইফুল ইসলামের সঙ্গে দ্বিতীয়বারের মতো পালিয়ে যান। এ ঘটনায় রোমান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দেড় মাস অতিক্রম হলেও মেয়েকে না পেয়ে রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে জান্নাতুল ফেরদাউস, তার প্রেমিক সাইফুল ও সহযোগী কাওছার আহম্মেদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তারা সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হেতিমপুর গ্রামের বাসিন্দা।

বাদীর আইনজীবী লুৎফুর রহমান গাজী বলেন, মামলাটি আদালতের বিচারক রায়হান চৌধুরী আমলে নিয়েছেন। এটি তদন্ত করার জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেওয়া হয়েছে।

এজাহার সূত্র জানা যায়, ব্যবসায়ী রোমান ও জান্নাতুল ফেরদাউসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৫ বছর আগে তাদের বিয়ে হয়। একবছর পরই তাদের সংসারে নতুন অতিথি হিসেবে রাফার জন্ম হয়। ব্যবসার কাজে রোমান রাজধানীতেই থাকতেন। এ সুযোগে জান্নাতুল ফেরদাউস স্বামীর বন্ধু সাইফুল ইসলামের সঙ্গে প”র”কী”য়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

স্থানীয়দের কাছে সাইফুল ও জান্নাতুল ফেরদাউস হাতেনাতে আটক হয়। গত ৪ এপ্রিল সন্তান মেয়েটিকে রেখে জান্নাতুল প্রেমিক সাইফুলের সঙ্গে পালিয়ে যায়। এ সময় তাদের বিয়েও হয়। পরে সালিশি বৈঠকের মাধ্যমে শিশু রাফার কথা চিন্তা করে জান্নাতুল ফেরদাউসকে ফের ঘরে তোলেন রোমান। দুই মাসের মাথায় গত ১৪ জুন ফের ওই নারী প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। এবার সন্তানটিকেও সঙ্গে নিয়ে গেছে।

মামলার বাদী রাসেল মাহমুদ বলেন, সাইফুল আমার ছোটবেলার বন্ধু। সম্পর্কেও চাচা-ভাতিজা। সাইফুলের সঙ্গে আমার স্ত্রীকে পালিয়ে যেতে কাওছার সহযোগিতা করেছে। তারা পালিয়ে যাওয়ার সময় আমার মেয়েটিকে নিয়ে গেছে। দেড় মাস হয়ে গেছে আমি মেয়েটির খোঁজ পাচ্ছি না। কিভাবে আছে, কেমন আছে? আমার মেয়েটিকে তারা কি করেছে? তাও জানতে পারছি না। রাফাকে অক্ষত অবস্থায় আমার কোলে ফিরিয়ে দিতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে এমন অ’বৈধ প্রেমের সম্পর্ক বেড়েই চলেছে। কিছু খারাপ চরিত্রের নারী পুরুষের কারণে সমাজে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। এমনকি অনেক সুখের সংসার এভাবে শেষ হয়ে যাচ্ছে। আর এবার তেমনি এক অসহায় বাবা তার সন্তানকে ফেরত চান। তিনি বলেন এর আগেও ওই ব্যক্তির সঙ্গে তার স্ত্রী পালিয়ে যায়। তবে তিনি তার স্ত্রীকে আবারো ঘরে উঠান। কিন্তু এবার তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তার স্ত্রী। এই ঘটনা নিয়ে বর্তমানে ওই এলাকায় বেশ আলোচনা চলছে।

About

Check Also

হাসিনাকে গার্ড করতে গিয়ে আমরা অশান্তি চাই না, ও দেশে ফেরত যাক

বাংলাদেশের ঐতিহাসিক ছাত্রজনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন ঘটে। এর পর থেকে তিনি পার্শ্ববর্তী দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *