প্রেমিকের সঙ্গে হাজীগঞ্জে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওয়না হওয়ার কিছুক্ষনের মধ্যেই মোটরসাইকেলের চেইনে বোরকা পেঁচিয়ে প্রাণ হারান আরিফা আহনাফ জান্নাত (১৯) নামে এক তরুণী। গতকাল শুক্রবার মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে চাঁদপুরের জাফরবাড়ী নামক স্থানে।
এদিকে অকালেই মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন জান্নাতের বাবা-মা। তার এ মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
নিহত তরুণী ফরিদঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দিছড়া এলাকার বালি চাটিয়া গ্রামের আলী আব্বাস পাটোয়ারীর মেয়ে। আরিফা ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শনিবার (১৭ ডিসেম্বর) চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেমিক খলিলুর রহমান (২৬) ফরিদগঞ্জ পৌরসভার উত্তর কেরোয়া এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি ফেনী জেলায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ফরিদঞ্জ পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জান্নাত তার প্রেমিক খলিলুর রহমানের সঙ্গে চাঁদপুর হয়ে হাজীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলে বের হয়। মোটরসাইকেলের চেইনের সঙ্গে তার বোরকার নীচের অংশ পেঁচিয়ে সড়কে চিটকে পড়ে। এ সময় মাথায় গুরুতর আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে খলিল নিজেই তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফার পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস আগে ফেসবুকে তাদের দুজনের পরিচয় হয়। পরিবারের কাউকে কিছু না জানিয়ে সে ঘর থেকে বের হয়ে যায়। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ জানান, মোটরসাইকেলের চেইন দিয়ে বোরকা পেঁচিয়ে জান্নাতের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গ্রেফতার করা হয়েছে জান্নাতের প্রেমিক খলিলুর রহমানকে।
এদিকে এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ওই তরুণীর স্বজনরা থানায় এসেছেন, তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।