স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন ইলিয়াস আলী (৩১) নামে এক ব্যক্তি। আর এরই ধারাবাহিকতায় হঠাৎই একদিন পরকীয়া প্রেমিকার সঙ্গে দৈ’হি’ক মি’ল’নে লি’প্ত হন ইলিয়াস আলী। কিন্তু এ সময় তাকে বিরক্ত করায় নিজ মেয়ে ইরিন সুলতানা ঈশাকে শ্বা’স’রো’ধে ‘হ”ত্যা’ করেন তিনি।
এ হত্যাকাণ্ডের প্রায় ২০ মাস পরে পুলিশের দীর্ঘ তদন্তে ঘটনার রহস্য উদঘাটিত হয়।শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিনে এ ঘটনায় নি’হ’ত শিশুর বাবা ও তার পরকীয়া প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক।
আসামিরা হলেন, নিহতের বাবা ইলিয়াস আলী (৩১), তার প্রেমিক নূর উদ্দিনের স্ত্রী শোভা খাতুন (৩৫) ও মো: ইসলাম আলী মোল্লার স্ত্রী শেফালী বেগম (৪৮)। নিহত শিশুর নাম ইরিন সুলতানা ইশা।
জানা যায়, ২০২২ সালের ১৫ মার্চ সকালে মেয়ে ইশাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী শোভা খাতুনের বাড়িতে যান ইলিয়াস। এ সময় মেয়েকে সিঁড়িতে দাঁড় করিয়ে অভিযুক্ত প্রেমিকা (মহিলা) শোভার সঙ্গে শারীরিক ‘সম্প’র্ক স্থা’প’নের চেষ্টা করলে মেয়ে ইশা বাবাকে ধরে টানাটানি শুরু করে। এতে ইলিয়াস উত্তেজিত হয়ে এশাকে চড় মারেন। এ সময় ইশা মাটিতে পড়ে কান্না শুরু করলে ইলিয়াছ তাকে শ্বা’স”রো’ধ’ করে ‘হ’ত্যা’ করে।
এদিকে এ ঘটনাটি ধামাচাপা দিতে মেয়ের মরদেহ কোলে নিয়ে প্রতিবেশী মোছা. শেফালী বেগমের (৪৮) বাড়ির সামনে বেলকনির সিঁড়ির ওপর ফেলে যান। পরে শেফালী বাইরে এসে ইশার ‘লা’শ দেখে আ’ত’ঙ্কি’ত হয়ে ঘরের বাইরে টয়লেটে ফেলে যায়। এশার মা মেয়ের খোঁজ করলে শেফালী ভয় পেয়ে বাড়ির ‘পাশে বস্তায় ‘লা’শ ফেলে দেয়। পরে এশার মা অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে স্বামী ইলিয়াসকে মোবাইল ফোনে বিষয়টি জানান। এ সময় ইলিয়াছ বাড়িতে এসে মসজিদের মাইক্রোফোনে প্রচারণা চালায় ঘটনাটি ঘোরাতে। পরে থানায় সাধারণ ডায়েরি করেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় নৌকায় ব’স্তা’বন্দী’ লা’শ দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। এ সময় পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়’না’তদ’ন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ওসি মোহা. মোনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, পরকীয়া সন্দেহে শোভা খাতুন নামে ওই নারীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।