প্রেমের সম্পর্ক করে অস্বীকার করায় নিজ বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক তরুণী। জানা গেছে বিয়ের দাবিতে জামালপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর দুই দিন ধরে ঢাবি শিক্ষার্থী লুৎফর রহমানের বাসায় অবস্থান করছেন ।
শনিবার (২শে জুলাই) মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে মেলান্দহ পৌরসভার পাচুরপাড়া গ্রামে প্রেমিক ঢাবি ছাত্রের বাড়িতে তিনি অবস্থান নেন।
জানা গেছে, অভিযুক্ত ঢাবি ছাত্র লুৎফর পাচুরপাড়া গ্রামের মাওলানা শহীদুল্লাহর ছেলে এবং ঢাবিতে আরবি সাহিত্যে স্নাতকোত্তর অধ্যয়নরত। নির্যাতিতা নাটোরের বড়াইগ্রামের স্থানীয় বাসিন্দা এবং রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
এ প্রসঙ্গে ওই তরুণী বলেন, এক বছর আগে এক বন্ধুর মাধ্যমে লুৎফরের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস ধরে চলে এই সম্পর্ক। গত ১৭ জুন তিনি লুৎফরের বাড়িতে আসেন।
তিনি আরও জানান, লুৎফরের পরিবার তাকে আশ্বস্ত করলে তিনি চলে যান। কিন্তু হঠাৎ করেই লুৎফর যোগাযোগ বন্ধ করে দেন এবং প্রেমের বিষয়টি অস্বীকার করেন। এ কারণে বিয়ের দাবিতে লুৎফরের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
এদিকে ওই তরুণী অনশনে যাওয়ার পর তার প্রেমিক লুৎফর রহমান তার সাতে সকল যোগাযোাগ বন্ধ করে দেন। এ ঘটনায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লুৎফরের বাবা শহিদুল্লাহ বলেন, তাদের মধ্যে এই সম্পর্ক আমরা মেনে নিয়েছি। পারিবারিকভাবে সমস্যাটি কীভাবে সমাধান করা যায় তা নিয়ে ভাবছি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনুল ইসলাম বলেন, মেয়েটি থানায় এসেছে। পারিবারিকভাবেই তাদের বিয়ে হবে।