প্রেম ভালোবাসার জন্য মানুষ কত কিনা করে। জাত ধর্ম দেশ কোনো কিছুই যেন প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এরই প্রমাণ মিলেছে যুগে যুগে। সম্প্রতি এমন একটা প্রেমের ঘটনাকে কেন্দ্র করে যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
ঘটনা সুত্রে জানা যায়, মহান বিজয় দিবসে যখন মানুষ বিজয় উদযাপনে ব্যস্ত তখন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হাসপাতালে এক প্রেমিক যুগলের নাটকীয় বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের তরুণী খাদিজার সঙ্গে প্রবাসী এক যুবকের বিয়ে ঠিক করে পরিবার। কিন্তু ওই বিয়েতে রাজি হননি ওই তরুণী। কারণ ওয়ালীউল্লাহ নামে এক যুবকের সঙ্গে খাদিজার প্রেমের সম্পর্ক রয়েছে। সে তাকে বিয়ে করতে চায়।
সেজন্যই খাদিজা বুকে ব্যাথার অভিনয় করে। তাকে হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স ও প্রিয়মা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই তরুণীর কোনো সমস্যা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান। পরে খাদিজার সঙ্গে একান্তে কথা বলে আসল ঘটনা জানতে পারেন তিনি।
ঘটনা শুনে ডাক্তার মাহফুজুর রহমান তার প্রেমিক ওয়ালীউল্লাহ ও তার পরিবারকে হাসপাতালে ডেকে পাঠান। উভয় পরিবারের সঙ্গে কথা বলে মাহফুজুর তাদের সম্মতি পেয়ে হাসপাতালে বিয়ে ঠিক করেন। রোগী ও চিকিৎসা নিয়ে ব্যস্ত হাসপাতালের নার্স ও চিকিৎসকরাও এই ভিন্ন ভিন্ন আয়োজনে যোগ দেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান জানান, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি ঘটনাটি অভিভাবকদের জানান। স্বজনরা তার কথা শুনে পরিস্থিতি বুঝে কাজীকে ডেকে হাসপাতালে বিয়ে সম্পন্ন করেন।
নিজের ভালোবাসাকে বিবাহের রূপ দিতে মেয়ের এমন কাণ্ড অনেককেই হতবাক করেছে। এই বিয়েতে ওই হাসপাতালে অনেক রোগী, ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এ বি এর কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়। সবাই তাদেরকে দোয়া করে বলেছেন তোমাদের দাম্পত্য জীবন সুখের হক এমনই কাম্য আমাদের।