বাংলা সিনেমার এক অন্যতম খ্যাতিমান ও স্বনামধন্য অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে এ সিনেমাটি মুক্তি পেতে না পেতে এবার ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।
চট্টগ্রামের সিলভার স্ক্রিন প্রেক্ষাগৃহে মাত্র প্রদর্শনী শেষ হয়েছে। আলো জ্বলে উঠেছে। একদিক থেকে হু হু করে কান্না ভেসে এলো। বাঁধভাঙ্গা কান্না। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আজমেরি হক বাঁধন। গিয়ে জড়িয়ে ধরলেন। এক মুহূর্ত, দুই মুহূর্ত… না, তারপরেও যেন সেই কান্না থামে না। বাঁধন তার হাত ধরে বসালেন।
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ দ্বিতীয় সপ্তাহে দেশের ১১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। চট্টগ্রামের দর্শকদের সঙ্গে প্রদর্শনী দেখতে বাঁধন উড়াল দিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই শেষ হয়েছিল প্রদর্শনী, কিন্তু আকস্মিকভাবে এক ভক্তের কান্না সকলকে স্তব্ধ করে দেয়।
ওই ভক্ত কোনোক্রমে বলে উঠেছিলেন, বাঁধন তাঁর সামনে এটা তিনি বিশ্বাস করতে পারছেন না।
এই অভিজ্ঞতা বলতে গিয়ে আজমেরি হক বাঁধন বলেন, আসলে এমন অভিজ্ঞতা প্রায়ই ঘটছে। সেদিন চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে গিয়েছি। এক মেয়ে আমাকে দেখে থমকে আছে, আমার জন্য চিঠি নিয়ে আসছে। বলছে চিঠির কথা যেন কাউকে না বলি। মেয়েটা বারবার আমাকে স্পর্শ করে দেখছিল।
আরেকটি অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, আমার বোনের ছেলের বৌ সে এসেছে সিনেমা দেখতে। সিনেমা শেষে সেধ আমাকে জড়িয়ে ধরলো। ভাষায় প্রকাশ করতে পারছিল না সে কী বলতে চায়। আসলে রেহানা মরিয়ম নূরে অনেকগুলো চরিত্র, একেকটি চরিত্র একেকজনের সঙ্গে মিলে যাচ্ছে।
এই চলচ্চিত্র নিয়ে বলতে গিয়ে বাঁধন বলেন, ‘চট্টগ্রামের সুগন্ধা হল একটি পুরনো হল। দীর্ঘ ইতিহাস চলচ্চিত্রের সঙ্গে এই হলের। হলের মালিক বলছিলেন, গত পাঁচ বছরে এমন ব্যবসা করেনি কোনো ছবি। স্টার সিনেপ্লেক্সের রুহেল ভাই বলছিলেন, ডিফারেন্ট টাইপ মানুষ দল বেঁধে আসছেন ছবি দেখতে। আসলে চরিত্রগুলো মানুষকে স্পর্শ করছে।’
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশ থেকে অফিশিয়াল সিলেকশন পেয়ে ‘রেহানা মরিয়ম নূর’ এখন ইতিহাসের অংশ। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নামজাদা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) দ্বিতীয় সেরা ছবি হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের নির্মাণটি এবং সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান আজমেরী হক বাঁধন। এ ছাড়া হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড।
প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার-আপ হওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন আজমেরী হক বাঁধন। আর এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে ছোট পর্দায় জায়গা করে নেন তিনি। বর্তমানে দেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। এই মুহুর্তে নিজের কাজ নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন তিনি।