সম্প্রতি সঙ্গীত জগতের দুই জনপ্রিয় শিল্পীর পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও জনপ্রিয় শিল্পী প্রিন্স মাহমুদের পক্ষ থেকে শুভ্রদেবের বক্তব্যে সঠিক নয় বলে দাবি করা হয়েছে কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বিনোদন জগৎসহ নানা মহলে।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
প্রিন্স ভাইকে ছোট করে কথা বলা, শুভ্র দা’র উচিত হয়নি। একুশে পদক নিয়ে প্রিন্স মাহমুদ, নিজের একটা অভিমত তুলে ধরেছেন। শুভ্র’দাও এক সময়ের ক্রেজ এবং তাকে সম্মান দিয়েই প্রিন্স ভাই তাঁর কথাগুলো বলেছেন।
প্রিন্স ভাই মিথ্যা বলেননি, আরো অনেক কিংবদন্তি সংগীত শিল্পী রয়েছেন যারা পদক পেতে পারতেন। বাংলা সংগীতে তাদের অনেক অবদান রয়েছে। তবে ইহাও সত্য, অনেক গুণী-কিংবদন্তি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়াই, শুধু জনগণের ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
পদক পেয়ে কেউ অমর হয়না, জনগনের ভালেবাসাই মানুষকে অমর করে। একটা জেনারেশনকে, বাংলাদেশের বাংলা গান শোনা শিখিয়েছেন প্রিন্স মাহমুদ। একজন প্রিন্স মাহমুদ হতে হলে শুধু যোগ্যতাই লাগে, জনগনের ভালোবাসা লাগে।