গত বছর দেড়েক আগেই কুমিল্লার মুরাদনগর উপজেলায় খাইরুল ইসলাম বাবু নামে এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমা আক্তার বৃষ্টির। ভেবেছিলেন খুব অল্প সময়ের মধ্যেই সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নিবেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবসত তা আর হলো না। বিয়ের কিছুদিন পরই থেকেই ছোট-খাটো বিষয় ও যৌতুকের দাবিতে প্রায় স্বামীর নি/র্যা/তনের শিকার হতে থাকেন ফাতেমা।
আর এরই মধ্যে গতকাল শনিবার (৬ আগস্ট) বিকালে উপজেলার চাপিতলা গ্রামে ফাতেমা রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফাতেমার বাবা ফরিদ মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়ে প্রায় ফোনে বলতো তার শ্বশুরবাড়ির লোকজন তাকে নি/র্যা/তন করছে। তারা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
এদিকে এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পোস্টমর্টেম শেষে মৃতদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। একই সাথে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।