সম্প্রতি আবারো ঘটেছে বিমান দুর্ঘটনা। জানা গেছে বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমান ও ফায়ার সার্ভিসের গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। শুক্রবার (১৮ নভেম্বর) দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী হোর্হে শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
?? | URGENTE: Se incendia un avión de Latam al momento del aterrizaje en el aeropuerto internacional Jorge Chávez de Lima.
pic.twitter.com/3a5vjWdkUe— Alerta News 24 (@AlertaNews24) November 18, 2022
বিমানবন্দর সূত্রে জানা গেছে, পেরুর এয়ারলাইন লাটাম এয়ারলাইন্সের এলএ ২২১৩ ফ্লাইটটি রাজধানী থেকে জুলিয়াকা শহরের দিকে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। শনিবার (১৯ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বিমান ও ফায়ার সার্ভিসের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এর ফলে বিমানের পেছনের অংশে আগুন ধরে যায় এবং এর ফলে কালো ধোঁয়া বের হয়।
এ দিকে এই ঘটনায় বিমান বন্দরের দায়িত্বহীনতাকে দোষী করছেন সবাই। বিমান টেক অফ করার আগে কেন ঘটলো এমনটা তা খতিয়ে দেখতে বলেছেন সবাই।