বলিউডের ভাইজান হিসেবে খ্যাত সালমান খান বলিউডের প্রভাবশালী নায়কদের মধ্যে সেরা। তিন দশকেরও অধিক সময় তিনি সিনেমা জগতে দাপিয়ে বেড়াচ্ছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে তিনি ফিল্ম ফেয়ার পুরস্কারসহ বহু সংখ্যক চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ভারতীয় সিনেমার ব্যবসা সফল
সিনেমার মধ্যে প্রথম সারিতে রয়েছে সালমান খান। কিন্তু একসময় তার জীবনে ছিল প্রচণ্ড ব্যর্থতা যা তাকে এখনো ব্যথিত করে।
আবুধাবিতে সাম্প্রতিক আইফা অ্যাওয়ার্ড শো হোস্ট করার দায়িত্বে ছিলেন সালমান খান। সেই পারফরম্যান্সের সময় হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। এক পর্যায়ে ইন্ডাস্ট্রিতে তাকে কতটা সংগ্রাম করতে হয়েছে তা নিয়ে কথা বলেন তিনি। সম্প্রতি তার প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিঠি কুড়িয়ে পাওয়া যায় যেটা তার বাড়ির কাছেই পাওয়া গিয়েছে।
‘মানে পেয়ার কিয়া’ ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল। কিন্তু এরপর আর কোনো কাজ পেয়েছিলেন না সালমান। কারণ নায়িকা ভাগ্যশ্রী সিনেমাটির জন্য সব প্রশংসা পেয়েছিলেন। ভাইজান বলেছিলেন যে, পরিচালক রমেশ তৌরানিও তাকে তার ক্যারিয়ার থেকে বাঁচাতে সহায়তা করেছিলেন। নায়ক হিসেবে সালমানের প্রথম ছবি ছিল ১৯৮৯ সালে ‘ম্যানে পেয়ার কিয়া’। এটাই ছিল ভাগ্যশ্রীর প্রথম ছবি। এই মুভিটি সে সময় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল।
সিনেমার কিছু পরেই ভাগ্যশ্রী ঘোষণা করেন যে, তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন। খুব শিগগিরই বিয়ে করছেন হিমালয় দাসানির সঙ্গে। সালমান আইফাতে জানালেন ম্যানে পেয়ার কিয়ার পরে ভাগ্যশ্রী সিদ্ধান্ত নিল, ও আর অভিনয় করবেনা। কারণ সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তার পরে সিনেমার জন্য ওই পুরো সুনাম অর্জন করে চলে গেল। টানা ছয় মাস তার কোনো সিনেমা ছিল না। এরপর তাঁর জীবনে আসেন ঈশ্বরের মতো মানুষ, রমেশ তৌরানি।
সালমান জানান, এরপর তিনি রমেশ তৌরানির জন্য ‘পাত্থর কে ফুল’ সিনেমাটি পান। মুভিটি মুক্তি পায় ১৯৯১ সালে। এখানেই শেষ নয়। এই মঞ্চে অভিনেতা সুনীল শেঠিকেও ধন্যবাদ জানিয়েছেন সালমান। সালমান একটি মানিব্যাগ এবং একটি শার্ট খুব পছন্দ করতেন। কিন্তু কেনার সামর্থ্য ছিল না। সুনীল সেই শার্ট আর মানিব্যাগ উপহার হিসেবে দিয়েছিল।
ভাইজান বনি কাপুরকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনেতা বলেছিলেন যে, বনি কাপুর সারাজীবন তাকে অনেক সাহায্য করেছেন। সময়টা যখন ভালো যাচ্ছিল না, তখন তাকে ওয়ান্টেড সিনেমা উপহার দেন।
বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান বনি কাপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সালমান খান বলেন, বনি কাপুর তাকে বারবার অনেক ভাবে সাহায্য করেছেন। জীবনটাতে যখন খারাপ পরিস্থিতি নেমে আসে, সেই সময়ে তাকে ওয়ান্টেড সিনেমাটি উপহার দেন।
খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।