সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুষ্কৃতিকারীদের গু/লিতে প্রয়াত হয়েছেন অনেক নিরীহ সাধারণ মানুষ। কোনোকিছু বুঝে উঠার আগেই দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রাণনাশ করেছে ছোটো ছেলে মেয়েসহ বৃদ্ধদেরকেও। এমন পৈচাশিক প্রাণনাশকান্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দেশের স্কুলে গু/লি হয় সেই দেশ আমাদেরকে কি মানবতা শিখাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কখনো কোনো চাপের কাছে মাথা নত করেনি এবং করবে না। আর কে আমাদের মানবাধিকার শেখাতে আসবে? যারা খুনিদের আশ্রয় দেয়! আর যে দেশে প্রতিনিয়ত স্কুলে গু/লি হয়ে ছাত্রছাত্রী প্রয়াত হয়, রাস্তাঘাটে পুলিশ গলায় পাড়িয়ে প্রাণনাশ করে, তো তারা আমাদের কী মানবাধিকার শেখাবে? বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “হ্যাঁ, তারা এসব (মানবাধিকার) নিয়ে কথা বলবে, আর এতেই আমাদের কিছু লোক নাচবে।” তবে আমাদের যে আত্মবিশ্বাস আছে আমরা তা চালিয়ে যাব। জনগণের শক্তি নিয়ে হাঁটব।
আগামী শনিবার (২৫ জুন) বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন হবে। এই সেতুর ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা ধরা হলেও ২৭ হাজার ৭৩২ কোটি ৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, প্রায় এরকম গুলি করার ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল ও হাসপাতালে। নির্বিচারে প্রাণনাশ করছে সবার। যুক্তরাষ্ট্রের মতো এমন একটি উন্নত ও কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও স/ন্ত্রাসী হা/মলা হলো। বিষয়টি আসলেই খুব দুঃখজনক। মানুষ হয়ে যদু নির্বাচারে এভাবে নিতে থাকে মানুষের প্রাণ তাহলে তার থেকে খারাপ কাজ আর কি হতে পারে।