সম্প্রতি কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারকে নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে একটি চিঠি দেয়া হয়। তবে এ চিঠির আদেশের কোনো তোয়াক্কাই করলেন না এমপি বাহার। এখনো নিজ এলাকাই রয়েছেন তিনি। আর এরই জের ধরে এবার এক প্রশ্ন ছুড়ে দিলেন নির্বাচন কমিশনার।
তিনি প্রশ্ন করেন, চিঠি পাওয়ার পরও এমপি বাহাউদ্দিন বাহার এখনো এলাকা ত্যাগ না করায় সম্মান গেল কার?’
সোমবার বিকেলে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে দুই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও রাশেদা সুলতানা সাংবাদিকদের এ মন্তব্য করেন।
কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন আইনগত বাধ্যবাধকতায় কোনো জনপ্রতিনিধিকে বাড়ি থেকে জোড় করে বের করতে পারেন না। তবে, তিনি যে কমিশনের চিঠির আদেশ মানলেন না, এতে সম্মান গেল কার?’
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার দুর্নীতি-অনিয়ম যেন না হয়, সেদিকে রীতিমতো লক্ষ্য রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এরই জের ধরে অনিয়ম করলে, ছাড় দেয়া হচ্ছে না কাউকে।