জাকিয়া বারী মম বাংলাদেশের ছোটো পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটক ও টেলিফ্লিমে। তার অসাধরণ অভিনয় জয় করে নিয়েছে কোটি ভক্তদের হৃদয়। মুক্তি পেল মমের নতুন সলচ্চিত্র আগামীকাল। মমের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। সম্প্রতি জানা গেল মমের চলচ্চিত্র মুক্তি পেলেও মম নেই তার চলচ্চিত্রের প্রচারণায়।
এদেশের টিভি নাটক বা চলচ্চিত্রের এক অনন্য নাম জাকিয়া বারী মম। ক্যারিয়ার শুরু হয়েছিল লাক্স ফটোসুন্দরী হিসেবে। তবে পরবর্তীতে শুধু ‘মডেল-লুক’ থেকে বেরিয়ে একেবারে জাত অভিনেত্রী হিসেবে মম নিজেকে প্রমাণ করেছেন ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি অঞ্জন আইচের পরিচালনায় মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘আগামীকাল’। ইমনের বিপরীতে দীর্ঘদিন পর কোনো ছবি মুক্তি পেল। প্রায় ১৫ বছর পর মম ইমনের সাথে কোনো ছবিতে কাজ করলেন।
কিন্তু গানের প্রচারে অংশ না নেওয়ার কারণে ‘দারচিনি দ্বীপ’ নামে পরিচিত এই প্রতীক। কেন প্রচারে অংশনি এ খুললেন তিনি।
যেখানে সিনেমার সেরা ইমন, সূচনা আজ সহ অন্যান্যরা প্রচারে সক্রিয় ভূমিকা পালন, সেখানে পুরো আমার শ্রম নিয়ে সিনেমার কাজ শেষ করেও কেন প্রচার হবে না? এমন প্রশ্ন চলচ্চিত্রসংশ্লিষ্টদের।
কিন্তু সিনেমার প্রচারে অংশ না নিয়ে সমালোচনার মুখে পড়েন ‘দারুচিনি দ্বীপ’খ্যাত এই নায়িকা। কেন প্রচারে অংশ নেননি এ প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।
টুটুল বলেন, ‘মম এই সিনেমার প্রি-প্রোডাকশনে সর্বোচ্চ পরিশ্রম করেছে। শুটিংয়ের সময়ও অনেক পরিশ্রম করেছে। শুটিংয়ের শেষদিকে তিনি মনক্ষুণ্ন হন। তার অভিযোগ হলো- মূলত মম এই সিনেমার মেইন কাস্টিং। অথচ অঞ্জন (পরিচালক) মমকে রেখে সূচনাকে বেশি গুরত্ব দিতে শুরু করলো। যেমন সূচনার গানের শুটিং সে করলো একদিন, অন্যদিকে মমর গানের শুটিং করলো তিন ঘণ্টা। বিষয়গুলো মমর চোখে পড়েছে। তারপরও সে বুদ্ধিমতী মেয়ে, চুপচাপ ছিল। এরপর স্ক্রিপ্টে মম যতটা ছিল দেখা গেলো আস্তে আস্তে সূচনার স্ক্রিপ্ট বেড়ে যাচ্ছে। শট বেড়ে যাচ্ছে। পরিচালক সূচনার প্রতি বেশি অনুগত বলে এ ধরনের ঘটনা ঘটছিল।’
এ প্রসঙ্গে পরিচালকের সঙ্গে টুটুল কথা বলেছেন। বিষয়টি উল্লেখ করে এই প্রযোজক বলেন, ‘আমি বলেছিলাম আপনি সূচনাকে যতই গুরুত্ব দেন মেইন নায়িকা মমকে অতিক্রম করবেন না। সে আমাকে বলেছে- সমস্যা নেই, নতুনদেরকেও উঠাতে হবে। শেষ পর্যন্ত আমরা ভালোভাবেই সিনেমাটি শেষ করলাম।’
এদিকে মম-সূচনাকে নিয়ে পরিচালক অঞ্জন ‘কানামাছি’ নামে নতুন সিনেমার শুটিং শুরু করেন। এই সিনেমায়ও মমকে কম গুরুত্ব দেওয়া হয় বলে জানান অভিনেতা ও প্রযোজক টুটুল।
তিনি বলেন, ‘‘কানামাছি’ সিনেমাতেও একই ঘটনা ঘটেছে। দেখা গেলো এখানেও সূচনার ক্যারেক্টার একটু বড়, মমর ছোট। মম সিনেমাটিতে সাইনও করেছিল। কিন্তু পরে বিষয়টি বুঝতে পেরে সরে দাঁড়ায়। এরপর পত্রিকায় নিউজ আসলো- ‘কানামাছি’ থেকে বাদ পড়লো মম। এই নিউজটিই মূলত মমকে হার্ট করেছে।’
সূচনা নবাগতা। তার বাড়াবাড়ি নিয়ে এই প্রযোজক বলেন, ‘এরপরে সূচনা কি করলো একটু বোকামি করে বসলো। সে প্রচুর নিউজ করালো ‘‘সূচনা-ইমনের ‘আগামীকাল’ আসছে’’ এই টাইপের শিরোনামে। ‘সূচনা-ইমনের আগামীকাল’ বাক্যটা আমারও ভালো লাগেনি। আমি প্রযোজক, আমিও বলবো না- ‘টুটুলের আগামীকাল’। আমি যদি বলি, তাহলে বলতে পারি- ‘মমর আগামীকাল’। কারণ সে হলো ভাইটাল ক্যারেক্টার। এই নিউজগুলো পরিচালক প্রচুর শেয়ার দিয়েছে। এতে মম মনক্ষুণ্ন হয়েছে। এমনকি আমি তাকে (মম) একটা ডামি পোস্টার তৈরি করে পাঠিয়েছিলাম। সে আর ফটোশুট করতে রাজি হয়নি।’
‘মমকে বহুবার ফোন করেছি, সে ফোন রিসিভ করেনি। এসএমএস দিলাম, রিপ্লাই করেনি। এটা সত্য মম কষ্ট পেয়েছে। পাশাপাশি এটাও সত্য- পরিচালকের সঙ্গে সমস্যা তার থাকতেই পারে কিন্তু এই প্রোডাকশন প্রযোজকের। আজকে মমকে পাশে পেলে সিনেমাটি হয়তো আরো ভালো যেত।’
এ নিয়ে নাগরিক অঞ্জন আইচ বলেন, ‘এই সিনেমায় মম বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সিনেমাটি জানতে পারবেন। সূচনাকে বেশি বেশি কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। ধরুন, সমর্থনে টাইম ১০ দেওয়া হয়েছে এবং সুচনা অন্যান্যসহ ঠিক টাইমেই আগামীকাল। কিন্তু মম লেট করে। ব্যাখ্যা স্পেটে মম আসে তিন। তখন সাধারণভাবে কম সময় পাচ্ছেন মম। অন্যদিকে সূচনা বেশি সময় পাচ্ছে। বিষয়টি নিয়ে আমার কোনো অভিযোগ নেই।
প্রসঙ্গত, বাংলাদেশী একজন অভিনেত্রী হিসেবে জাকিয়া বারী মম খুব ভালই খ্যাতি অর্জন করেছেন। তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করেন। একটি অভিনয় সবার কাছে ভালো নাও লাগতে পারে তবে অভিনেতারা সব সময় দর্শকদের ভালো কিছু দেবার চেষ্টা করে। জাকিয়া বারী মম তার প্রথম চলচ্চিত্র দারুচিনি দ্বীপে খুব ভালো অভিনয় করেছিলেন এবং তা ভালো লেগেছিল দর্শকদের কাছেও।