কর্মস্থলে সন্ধানে অনেক মানুষ নিজ দেশ ছেড়ে প্রবাসী জীবন যাপন করে। তবে সবাই যে সরকার কর্তীক নিয়মানুযায়ী বিদেশে যান তা কিন্তু নয়। অনেকেই বিদেশ যাওয়ার জন্য নানা ধরনের বেআইনী পথ অবলম্ভন করে।
এমন একটি ঘটনায় খাগড়াছড়ির মানিকছড়ির আব্দুল মুনাফ (৬০) দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। তবে এই সময়কালে তিনি ১৭ বছর জেলে ছিলেন। অবশেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় দেশে ফিরে আসেন।
উপজেলার ৩নং যোগচালা ইউনিয়নের ফকির টিলা এলাকার মুনাফ স্ত্রী ও দুই সন্তানকে রেখে ১৯৮৬ সালে ভারতে চলে যান। এরপর 1966 সালে তিনি অবৈধভাবে পাকিস্তানের করাচিতে চলে যান। এরপর স্ত্রী-সন্তানের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারেননি তিনি।
আবদুল মুনাফ গত বুধবার সকালে একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসেন। সকল কার্যক্রম শেষ করে রেড ক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান এবং আরএফএল বিভাগের খাগড়াছড়ি সদস্য আল আমিন, থোয়াই আমপ্রু মারমা এবং মানিকছড়ি ইউনিটের যুব প্রধান আবু জাফরসহ একটি প্রতিনিধি দল তাকে খাগড়াছড়িতে তার পরিবারের কাছে নিয়ে যায়। বুধবার বিকেল।
আবদুল মুনাফ বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর ধরে পাকিস্তানে আছি এবং বিভিন্ন কারণে প্রায় ১৮ বছর ধরে সেখানে বন্দি আছি।
মুনাফের ফেরার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বুধবার বিকেল থেকে তাকে দেখতে তার বাড়িতে ভিড় করছেন স্বজন ও এলাকাবাসী।
স্বজন হারিয়ে অনেকেই খুব কষ্টে দিন কাটালেও এবার তাদের বাড়িতে সুখের মাতয়ারা। যদিও একজন নারী তার স্বামীকে হারিয়েছে ৩৫টা বছর । স্বামী ছাড়া তার মেয়েসহ চালিয়েছেন পুরো সংসার। তবে তার স্বামী ৩৫ পর হলেও যে দেশে ফিরতে পেরেছে সে বিষয়ে তিনি খুব আনন্দিত বলে জনিয়েছেন তিনি।